বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

ভালবাসা একটি অভিশাপ

-এই নির্জন স্থানে ডাকলে কেন?(আমি)
-খুলে দেখো এই প্যাকেটটা।(বলে একটা প্যাকেট এগিয়ে দিল)(দীনা)
-আইফোন?
-হুম।পছন্দ হয়েছে?
-হুম।এটা তো সবারই পছন্দ হবে।
-তাহলে আমি স্বার্থক।
-কার জন্য এটা?
-তোমার জন্য।তোমাকে গিফ্ট করলাম।
-হা হা হা।ফাজলামো করছো।এটা কত নিয়েছে।
-তোমাকে গিফ্ট করবো।তাই আমি ভাইয়াকে বলে আমেরিকা থেকে আনিয়েছি।
-খুব সুন্দর হয়েছে।কিন্তু আমি তো এটা নিতে পারবো না।
-কেন?
-তুমি তো জানো আমি মধ্যবিত্ত পরিবারেরর ছেলে।আমার হাতে এটা মানাবে না।
-তো কী হইছে? আমি তোমাকে ভালবাসি তাই এটা গিফট করলাম।তুমি ওই নষ্ট মোবাইল আর কত দিন চালাবা।তোমাকে কল দিলে ঠিক মত তোমার সাথে কথাও বলতে পারি না।তাই এখন থেকে এটা ব্যবহার করবা।
-ধন্যবাদ তোমাকে আমার কষ্ট বুঝে এই আইফোন আনার জন্য।কিন্তু আমি তোমার এই আইফোন নিতে পারবো না।তাই দুঃখিত।
আর কী বললা যে,আমাকে তুমি ভালবাসো।এটা বুঝলাম না।
-হুম।সেই প্রথম যেদিন তোমাকে আমি ভার্সিটিতে দেখি সেদিন থেকে।তুমি সেদিন একটা পথশিশুকে সাহায্য করেছিলে নিজের খাওয়ার জন্য কিনা খাবার দিয়ে।কিন্তু বলতে পারি নি।কারণ তুমি ভালবাসায় জড়াতে চাও না।পরে বন্ধুত্ত্বের অফার করে তোমাকে পাশে পাশে রাখি।
-দেখো দীনা,এখন আবেগ বাদ দাও।বুঝার চেষ্টা করো।তুমি বড়লোক পরিবারের আদরের রাজকন্যা।
আর আমি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে।তোমার এই আইফোন আর ভালবাসা নিলে আমি এই সমাজে মাথা উচু করে চলতে পারবো না।
-কেন?এগুলার সাথে সমাজে মাথা উচু করে চলার সম্পর্ক কী?
-আছে।
-বল আমাকে?
-শোনো,তুমি তো জানো আমি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে।আমার আরো ২ জন ভাই বোন আছে। আমার বাবা ছোট একটা দোকান চালায়।আর আমি ২ টা টিউশনি করে নিজের খরচ চালাই।আমি অনার্স শেষ করে এখনও বেকার। আমরা দিন আনি দিন খাই।
:
এখন যদি আমি তোমার আইফোন নেই তাহলে আশেপাশের মানুষ জিজ্ঞাস করবে এটা কোথায় পাইছি? কারণ তারা বিশ্বাস করে আইফোন-৭ কিনার মত টাকা আমাদের মত পরিবারের নেই।
তখন যদি বলি এটা আমাকে এক বন্ধু গিফট করছে তখন তারা তা বিশ্বাস করবে না।সন্দেহ করবে।মনে করবে চুরি করেছি।
:
আর যদিও বিশ্বাস করেও তাহলেও নানা কথা বলবে।
বলবে যে,ভাত খেতে ভাত পায় না।ফকিরের বাচ্চা জমিদারি দেখায়।কিন্তু যখন না খেয়ে থাকি তখন তারা দুমুঠো খাবার দিয়েও সাহায্য করে না।কিন্তু একটু বিলাসিতা দেখালেই যত দোষ।
তারপর থেকে আমার পরিবারকে নানা ভাবে হেনস্তা করবে।সমাজে আমাদের চলা খুব কষ্ট হয়ে যাবে।আর তার জন্য আমার পরিবার আমাকে দায়ি করবে।
:
আর তোমাকে ভালবাসলে সমাজ বলবে দেখ,ভিখারির বাচ্চা কত চালাক।একটা বড়লোক ঘরের মেয়েকে পটিয়ে নিয়েছে টাকার লোভে।তখন আমার পরিবারকেও দোষারোপ করা হবে।
এতে করে আমার পরিবারের সম্মান নষ্ট হবে।
আর আমাদের মত পরিবারের সম্মান একবার নস্ট হলে তা আর ফিরে পাবো না।এখানে আমাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।
:
কারণ একটাই ভয়,সমাজের কেউ যেন আমাদের নামে খারাপ কথা বলতে না পারে।এই সমাজ আমাদের জন্য না।তোমাদের মত ধনিদের জন্য।
(কথাগুলো বলে আমি দীনার দিকে তাকিয়ে দেখি ও কান্না করতাছে।এই কান্না থামানোর সামর্থ্য আমার নেই।)
-এই কারণেই আমি তোমার থেকে এগুলা নিতে নারাজ।
-তোমাকে আমি ৪ বছর ধরে চিনি কিন্তু তুমি এত কষ্টে আছো তা আমি জানতামই না আজকেই জানলাম। কীভাবে বেঁচে আছো কারো সাথে কষ্ট শেয়ার না করেও?
-আমরা এমনই।বাহিরে দিয়ে ভাল থাকার অভিনয় করি সমাজে বেঁচে থাকার জন্য।কারণ আমরা মধ্যবিত্ত।
-আচ্ছা তুমি কী সত্যিই কী আইফোনটা নিবা না??
-না।
-আচ্ছা একটা প্রশ্ন করি?
-করো।
-তুমি কী সত্যিই আমাকে ভালবাসো না।(কান্না করতে করতে বলল)
-না।(মাথা নিচু করে)
-আমার চোখের দিকে তাকিয়ে বলো।
-বললাম তো একবার বাসি না।এখানে চোখের দিকে কেন তাকিয়ে বলতে হবে?
-আমি জানি তুমিও আমাকে ভালবাসো।
-তুমি এখন এগুলা মাথা থেকে ঝেড়ে বাড়ি যাও।সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ।তা নষ্ট করো না।আমার পিছনে ঘুরে কোনো লাভ হবে না।আমাকে যদি সত্যি ভালবেসে থাকো তাহলে আমাকে ভুলে যাও।আর কখনও দেখা করবে না আমার সাথে।
-আচ্ছা আমি তোমার সামনে আর কখনও ভালবাসার দাবি নিয়ে আসবো না।শুধু একটা ইচ্ছা পূরণ করবে?
-কী ইচ্ছা?
-তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই।
-আচ্ছা।
-(আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে।আর কান্না করছে।আমারও এখন ইচ্ছা হইতাছে ও কে জড়িয়ে ধরার কিন্তু আমি নিরুপায়।)
-এবার ছাড়ো।
-আরেকটা ইচ্ছা পূরণ করবে?
-না।
-কেন?
-কারণ এরপর তোমার চাহিদা আরো বেড়ে যাবে।
-আর তো আমাদের আর কখনও দেখা হবে না,তাই না?
-হুম।
-সিফাত এখনও ভেবে দেখ।
-আমি আসি।বায়।
:
বলে পিছন ফিরে হাটা দিয়েছি।কারণ এখানে আর বেশিক্ষণ থাকলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না।কারণ আমি মানুষ,মহাপুরুষ না।
:
আমার এখন অনেক কাজ।ছোট ভাই বোনের পড়ালেখার খরচ জোগাতে হবে।ওদের ভবিষ্যত গড়তে হবে।মানুষের মত মানুষ করে গড়তে হবে।
মানে পুরো পরিবারের দায়িত্বই নিতে হবে।কারণ বাবা আর কত কষ্ট করবে।তারও তো একটু আরামের প্রয়োজন।
:
আসলে আমাদের মত পরিবারের বড় ছেলেদের মন বলে কিছু থাকতে নেই।কারণ আমাদের দায়িত্ব অনেক।
আর কাউকে ভালবাসা তো অনেক দূর।
:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন