এখন প্রায় অনেক জায়গায় শুনতে পাই
ছেলেরা প্রেম করে দেহ ভোগের জন্যে -
আপনাদের এই যুক্তির সাথে আমি একমত 😞
তবে পৃথিবিতে এখনো এমন কিছু ছেলে
আছে যারা ভালবাসা না পাওয়ায় আজও
তারা দেবদাস সেজে অাছে। এমন কিছু
ছেলে অাছে যারা ভালবাসায় <3 ব্যার্থ
হয়ে চিরকুমার রয়ে গেছে। কিন্তু এমন
কয়টা মেয়ে অাছে যে ভালবাসা না
পাওয়ায় আজও চির কুমারী! তা খুবই
স্বল্প... 😂😂
.
ছেলেরা যদি দেহভোগের জন্যে প্রেম
করে তাহলে অামার কিছু মতামত আছে
যেটা মেয়েদের উপর প্রভাব ফেলবে?...😂
মেয়েরা কেন বড় লোকের ছেলেদের
সাথে প্রেম করে - গরিব ছেলেটি
প্রতিদিন বাইকে নিয়ে ঘুড়তে পারে না
বলে, দামি রেষ্টুরেন্টে খেতে পারে না
বলে ইত্যাদি।
.
আজকাল ভালোবাসতে একটা ছেলেকে
সুন্দর হতে হয়,স্মার্ট হতে হয় " একটা বাইক
তো অবশ্যই থাকতে হয় " আবার কোন
নরমাল বাইক হলে চলবে না।
Pulser, FZ, Fazer, R15 আরো কিছু বিদেশি
মডেলের দামি বাইক তো অবশ্যই থাকতে
হবে। তাদের বাইক ছাড়া কি প্রেম হয় নাকি 😞😣
. শহরের
বড় লোকের সন্তান এসে তার বিদেশী মডেলের বাইকটি দাড় করিয়ে মেয়েটি কে প্রোপজ করলো আর তখনি মেয়েটি বলে দিল তোমার মত একজন ছেলে কেই আমি চাই <3 লাভ উই ২.
এরপর ১ মাস প্রেম করে বন্ধুর কোন ফ্যাল্ট অথবা হোটেলে যাওয়া এরপর ক"দিন ব্রেকাপ, এইভাবেই চলছে বর্তমান যুগের ভালবাসা।
.
টাকা ছাড়া, বাইক ছাড়া প্রেম হয় নাকি 😂😂
তা
না হলে ভালোবাসা যাবেনা। বাইক
ফুয়েল ভর্তি করে প্রেয়সীকে নিয়ে যে
সকাল বিকাল ঘুরতে পারবে সে হবে মজনু মানে খাটি প্রেমকি 😣
মেয়েটি তখন বলবে!
ওয়াও... কি রোমান্টিক ছেলে। আর আগে
যে গাইয়া ফহিন্নির ছেলেটা কে
ভালবেসেছিলাম ' সেটা রিক্মা ছাড়া
কিছু চিনতো না !!!!!
--- গাইয়া ফহিন্নির
ছেলেটি রিক্মায় চড়ে আপনা কে নিয়ে
ঝালমুড়ি খেয়ে ঘুড়বে সেটা আপনার
পছন্দ না - কেননা তার দামি বাইক, দামি কার
নেই।
.
আর যে
ছেলেটি সাইকেলের বেল বাজিয়ে তার
উপস্থিতি জানান দেয় সে হচ্ছে
বিখ্যাত,
গাঁইয়া। শহরের ধনীর দুলালি প্রতিদিন
একটা করে
গোলাপ তার প্রেয়সীকে দিতে পারে
বলেই সে রোমান্টিক - শুধু রোমান্টিক
না, একজন বিখ্যাত প্রেমিক এমন
ভালবাসা কয় জনে পায়।
-- আর গরীব,
মধ্যবিত্ত পরিবারের ছেলের
ভালোবাসা শার্টের ভেতর বুকের বাম
পাশেই রেখে দেয় যত্ন করে। যেটা
কখনো শেষ হবার নেই বা মুছে যাবার
নেই 😻😻 সারাজীবন এইভাবেই ভালবাসাটি
আগলে রেখে বন্ধুদের কাছে সে হয়ে যায়
দেবদাস।
..
যখন গ্রামের সহজ সরল
ছেলেটা মেয়েটি কে প্রোপজ করে তখন
মেয়েটি উত্রর দেয় তোর মত একটি
গাইয়া, মৃর্খ, ছোট লোকের সাথে আমি
প্রেম করবো! ভাবলি কেমনে একবার নিজের চেহারা আয়নার সামনে দেখিস " যা এখান
থেকে !
-
কিছু দিন
আগে একটা স্ট্যাটাস পড়েছিলাম, কিস
করলে নাকি এক ধরনের ইউরন সৃষ্টি করে
যা ভালোবাসা তিনগুন বৃদ্ধি করে। ,
আমি
বুঝলাম না.. এটা কি সাধারন জ্ঞান
বইয়ের প্রশ্ন 😳 নাকি কিস করার জন্য
কাপলদের ইন্ধন যোগানো। আমি
জানিনা। তবে হ্যাঁ, এটা জানি যে
প্রেমিকার সাথে সাত দিন কথা না বলে
আট দিনের দিন কথা বললে ভালোবাসা
কতগুন বাড়ে।
.
কেউ ভালোবেসে এভারেস্ট
জয় করে আর কেউ ভালোবেসে তার
জীবন ক্ষয় করে।
.
ভালোবাসা তো
ভালোবাসাই...!! যা সবসময় পুর্ণতা আর
অপুর্ণতার মাঝে থাকে।
-
সম্রাট
শাহজাহান সম্রাট ছিলেন তাই তিনি
ভালোবেসে <3 তার স্ত্রীর জন্য তাজমহল
গড়লেন। এতে তিনি বিখ্যাত প্রেমিক
হয়ে গেলেন " তার নাম ইতিহাস হয়ে গেছে " কিন্তু এটার বিপরীত
দিকটা কেউ ভেবেছে। উনি এতটাই
ভালোবাসতেন উনার স্ত্রীকে যে,
তাজমহল নির্মাণ করার জন্য যে সব
শ্রমিক নিয়োগ করেছেন তাদের হাতের
আঙ্গুল কেটে দেয় যাতে আর কোন
তাজমহল কেউ নির্মাণ না করতে পারে। ,
-- বাহ.. কি ভালোবাসা <3 এটা সবাই বলে " কিন্তু আমি বলবো সম্রাট শাহজানের ভালবাসা কে আমি গুল্লি মারি -- কেন না ?
.
কিন্তু এটা কেন সবাই বলেনা যে, সম্রাট
শাহজাহান নিজের ভালোবাসা প্রকাশ
করতে গিয়ে হাজার হাজার স্ত্রীকে
তাদের স্বামীর হাতের আদর থেকে
বঞ্চিত করেছেন। এটা কেউই বলবেনা 😢
আরে সবাই তো আর সোনার খাটে রুপার
চামচ মুখে নিয়ে জন্মায়না যে
প্রেমিকার জন্য তাজমহল গড়বে। একটা
মধ্যবিত্ত,গরীব ছেলের বুকে যে
প্রেমিকার জন্য প্রতিদিন একটা করে
তাজমহল নির্মিত হয় এ খবর তো কেউ
রাখেনা। কেউ রাখবেও না।
.
জাতি
জানতে চায় কি হচ্ছে প্রত্যক্ষে -
জাতির কাছে আমার প্রশ্ন এটা কি
ভালবাসা । জাতি
জানতে চায়না পরোক্ষে কি হচ্ছে।
সুতরাং বর্তমান যুগে ভালোবাসতে হলে একটা
ছেলেকে সম্রাট শাহজাহান হতে হবে। .
প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে
হবে। প্রতিদিন গোলাপ দিতে হবে।
প্রতিদিন love u বলতে হবে। সকাল সন্ধা ১০০ মেসেজ করতে হবে -- তা না হলে
ভালোবাসা যাবেনা
- এটাই বর্তমান
যুগের ভালোবাসার মুলনীতি।
.
একটা
ছেলে তার অনুভুতি প্রকাশ করতে
পারছেনা, মেয়েটা সেটা দেখেও
দেখেনা। অন্য একটা ছেলে এসে
নির্লজ্জের মত যখন বলে দেয় তখন
মেয়েটা বলে ওয়াও এই ছেলেটা কি
রোমান্টিক। আর আমি বলবো ভেরি
ফানি (একটি গাদি মেয়ে)
.
কিন্তু অনুভুতি প্রকাশে ব্যর্থ সেই গাঁইয়া
ছেলেটার কথা মনেই করেনা। কিন্তু কেউ
কি জানে কোন ছেলেটা মেয়েটাকে
কতটুকু ভালোবাসে😻😻 মেয়েটার জানার
দরকারও নেই --
..
এই ভাবেই সত্যিকারের ভালবাসা হারিয়ে যাচ্চে " " এখন প্রশ্ন হলো আর কত কা'ল চলবে আজকালের এই ভালবাসা😪😥😪 ??
ছেলেরা প্রেম করে দেহ ভোগের জন্যে -
আপনাদের এই যুক্তির সাথে আমি একমত 😞
তবে পৃথিবিতে এখনো এমন কিছু ছেলে
আছে যারা ভালবাসা না পাওয়ায় আজও
তারা দেবদাস সেজে অাছে। এমন কিছু
ছেলে অাছে যারা ভালবাসায় <3 ব্যার্থ
হয়ে চিরকুমার রয়ে গেছে। কিন্তু এমন
কয়টা মেয়ে অাছে যে ভালবাসা না
পাওয়ায় আজও চির কুমারী! তা খুবই
স্বল্প... 😂😂
.
ছেলেরা যদি দেহভোগের জন্যে প্রেম
করে তাহলে অামার কিছু মতামত আছে
যেটা মেয়েদের উপর প্রভাব ফেলবে?...😂
মেয়েরা কেন বড় লোকের ছেলেদের
সাথে প্রেম করে - গরিব ছেলেটি
প্রতিদিন বাইকে নিয়ে ঘুড়তে পারে না
বলে, দামি রেষ্টুরেন্টে খেতে পারে না
বলে ইত্যাদি।
.
আজকাল ভালোবাসতে একটা ছেলেকে
সুন্দর হতে হয়,স্মার্ট হতে হয় " একটা বাইক
তো অবশ্যই থাকতে হয় " আবার কোন
নরমাল বাইক হলে চলবে না।
Pulser, FZ, Fazer, R15 আরো কিছু বিদেশি
মডেলের দামি বাইক তো অবশ্যই থাকতে
হবে। তাদের বাইক ছাড়া কি প্রেম হয় নাকি 😞😣
. শহরের
বড় লোকের সন্তান এসে তার বিদেশী মডেলের বাইকটি দাড় করিয়ে মেয়েটি কে প্রোপজ করলো আর তখনি মেয়েটি বলে দিল তোমার মত একজন ছেলে কেই আমি চাই <3 লাভ উই ২.
এরপর ১ মাস প্রেম করে বন্ধুর কোন ফ্যাল্ট অথবা হোটেলে যাওয়া এরপর ক"দিন ব্রেকাপ, এইভাবেই চলছে বর্তমান যুগের ভালবাসা।
.
টাকা ছাড়া, বাইক ছাড়া প্রেম হয় নাকি 😂😂
তা
না হলে ভালোবাসা যাবেনা। বাইক
ফুয়েল ভর্তি করে প্রেয়সীকে নিয়ে যে
সকাল বিকাল ঘুরতে পারবে সে হবে মজনু মানে খাটি প্রেমকি 😣
মেয়েটি তখন বলবে!
ওয়াও... কি রোমান্টিক ছেলে। আর আগে
যে গাইয়া ফহিন্নির ছেলেটা কে
ভালবেসেছিলাম ' সেটা রিক্মা ছাড়া
কিছু চিনতো না !!!!!
--- গাইয়া ফহিন্নির
ছেলেটি রিক্মায় চড়ে আপনা কে নিয়ে
ঝালমুড়ি খেয়ে ঘুড়বে সেটা আপনার
পছন্দ না - কেননা তার দামি বাইক, দামি কার
নেই।
.
আর যে
ছেলেটি সাইকেলের বেল বাজিয়ে তার
উপস্থিতি জানান দেয় সে হচ্ছে
বিখ্যাত,
গাঁইয়া। শহরের ধনীর দুলালি প্রতিদিন
একটা করে
গোলাপ তার প্রেয়সীকে দিতে পারে
বলেই সে রোমান্টিক - শুধু রোমান্টিক
না, একজন বিখ্যাত প্রেমিক এমন
ভালবাসা কয় জনে পায়।
-- আর গরীব,
মধ্যবিত্ত পরিবারের ছেলের
ভালোবাসা শার্টের ভেতর বুকের বাম
পাশেই রেখে দেয় যত্ন করে। যেটা
কখনো শেষ হবার নেই বা মুছে যাবার
নেই 😻😻 সারাজীবন এইভাবেই ভালবাসাটি
আগলে রেখে বন্ধুদের কাছে সে হয়ে যায়
দেবদাস।
..
যখন গ্রামের সহজ সরল
ছেলেটা মেয়েটি কে প্রোপজ করে তখন
মেয়েটি উত্রর দেয় তোর মত একটি
গাইয়া, মৃর্খ, ছোট লোকের সাথে আমি
প্রেম করবো! ভাবলি কেমনে একবার নিজের চেহারা আয়নার সামনে দেখিস " যা এখান
থেকে !
-
কিছু দিন
আগে একটা স্ট্যাটাস পড়েছিলাম, কিস
করলে নাকি এক ধরনের ইউরন সৃষ্টি করে
যা ভালোবাসা তিনগুন বৃদ্ধি করে। ,
আমি
বুঝলাম না.. এটা কি সাধারন জ্ঞান
বইয়ের প্রশ্ন 😳 নাকি কিস করার জন্য
কাপলদের ইন্ধন যোগানো। আমি
জানিনা। তবে হ্যাঁ, এটা জানি যে
প্রেমিকার সাথে সাত দিন কথা না বলে
আট দিনের দিন কথা বললে ভালোবাসা
কতগুন বাড়ে।
.
কেউ ভালোবেসে এভারেস্ট
জয় করে আর কেউ ভালোবেসে তার
জীবন ক্ষয় করে।
.
ভালোবাসা তো
ভালোবাসাই...!! যা সবসময় পুর্ণতা আর
অপুর্ণতার মাঝে থাকে।
-
সম্রাট
শাহজাহান সম্রাট ছিলেন তাই তিনি
ভালোবেসে <3 তার স্ত্রীর জন্য তাজমহল
গড়লেন। এতে তিনি বিখ্যাত প্রেমিক
হয়ে গেলেন " তার নাম ইতিহাস হয়ে গেছে " কিন্তু এটার বিপরীত
দিকটা কেউ ভেবেছে। উনি এতটাই
ভালোবাসতেন উনার স্ত্রীকে যে,
তাজমহল নির্মাণ করার জন্য যে সব
শ্রমিক নিয়োগ করেছেন তাদের হাতের
আঙ্গুল কেটে দেয় যাতে আর কোন
তাজমহল কেউ নির্মাণ না করতে পারে। ,
-- বাহ.. কি ভালোবাসা <3 এটা সবাই বলে " কিন্তু আমি বলবো সম্রাট শাহজানের ভালবাসা কে আমি গুল্লি মারি -- কেন না ?
.
কিন্তু এটা কেন সবাই বলেনা যে, সম্রাট
শাহজাহান নিজের ভালোবাসা প্রকাশ
করতে গিয়ে হাজার হাজার স্ত্রীকে
তাদের স্বামীর হাতের আদর থেকে
বঞ্চিত করেছেন। এটা কেউই বলবেনা 😢
আরে সবাই তো আর সোনার খাটে রুপার
চামচ মুখে নিয়ে জন্মায়না যে
প্রেমিকার জন্য তাজমহল গড়বে। একটা
মধ্যবিত্ত,গরীব ছেলের বুকে যে
প্রেমিকার জন্য প্রতিদিন একটা করে
তাজমহল নির্মিত হয় এ খবর তো কেউ
রাখেনা। কেউ রাখবেও না।
.
জাতি
জানতে চায় কি হচ্ছে প্রত্যক্ষে -
জাতির কাছে আমার প্রশ্ন এটা কি
ভালবাসা । জাতি
জানতে চায়না পরোক্ষে কি হচ্ছে।
সুতরাং বর্তমান যুগে ভালোবাসতে হলে একটা
ছেলেকে সম্রাট শাহজাহান হতে হবে। .
প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে
হবে। প্রতিদিন গোলাপ দিতে হবে।
প্রতিদিন love u বলতে হবে। সকাল সন্ধা ১০০ মেসেজ করতে হবে -- তা না হলে
ভালোবাসা যাবেনা
- এটাই বর্তমান
যুগের ভালোবাসার মুলনীতি।
.
একটা
ছেলে তার অনুভুতি প্রকাশ করতে
পারছেনা, মেয়েটা সেটা দেখেও
দেখেনা। অন্য একটা ছেলে এসে
নির্লজ্জের মত যখন বলে দেয় তখন
মেয়েটা বলে ওয়াও এই ছেলেটা কি
রোমান্টিক। আর আমি বলবো ভেরি
ফানি (একটি গাদি মেয়ে)
.
কিন্তু অনুভুতি প্রকাশে ব্যর্থ সেই গাঁইয়া
ছেলেটার কথা মনেই করেনা। কিন্তু কেউ
কি জানে কোন ছেলেটা মেয়েটাকে
কতটুকু ভালোবাসে😻😻 মেয়েটার জানার
দরকারও নেই --
..
এই ভাবেই সত্যিকারের ভালবাসা হারিয়ে যাচ্চে " " এখন প্রশ্ন হলো আর কত কা'ল চলবে আজকালের এই ভালবাসা😪😥😪 ??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন