বুধবার, ২২ জুন, ২০১৬

শুন্যতা

জীবনটা সত্যিই অদ্ভুত জীবনের হিসাব মেলানো বড়ই কষ্টকর,
''''বাস্তব প্রমাণিত'''''
যতগুলো মানুষ জীবনের হিসাব মেলাতে গেছে সবগুলো মানুষই সব কিছুর শেষে হিসেবের খাতায় শুন্যই থেকে গেছে।
.
.
-তেমনি করেই জীবনের হিসাব মেলাতে গিয়ে আজ আমারও ফলাফল শুন্য, যোগ, বিয়োগ, গুন, ভাগ, সবই করলাম কোনোটাতেই শুন্য ছাড়া আর কিছুই পেলাম না।
.
.
-আসলে শুন্য জিনিসটা আমাকে খুব ভালবাসে না হলে কেনইবা তুমি চলে যাবে?
তুমি যেদিন চলে গেলে শুন্যতা এসে আমাকে বললো,
তোমার প্রিয়তা চলে গেছে তো কি হয়েছে?
আমি শুন্যতা তোমাকে আগলে ধরে বেঁচে থাকবো অনন্তকাল।
.
.
-তখন বুঝলাম তুমি গেছো তো কি হয়েছে নতুন সঙ্গী তো পেয়েছি কিন্তু তখনো বুঝিনি, শুন্যতা এতোগুলো উপহার নিয়ে এসেছে আমার জন্য।
শুনবে সেই উপহার গুলো কি কি?
.
.
-তাহলে শোনো -১,একাকিত্ব
২,যন্ত্রণা
৩,হাহাকার
৪,আগুনহীন পুড়ে যাওয়ার ক্ষমতা।
আরো অনেক কিছুই আছে বলে শেষ করা যাবেনা।
.
.
-এইসব গুলো শুন্যতা আমাকে ফ্রীতে দিয়ে গেছে।
গেছে বললে ভুল হবে শুন্যতাও রয়ে গেছে, আমি শুন্যতাকে অনেক ভালোবাসি বলতে পারো তোমাকে যতটা ভালবেসেছি তার চেয়েও শুন্যতাকে বেশী ভালবাসি ।
.
.
-জানো এখন আর বিচ্ছেদের কোনো ভয় নেই কারণ আমি জানি তুমি আমাকে ছেড়ে গেছো কিন্তু শুন্যতা আমাকে কখনোই ছেড়ে যাবেনা।
কারণ শুন্যতা নাকি আমাকে তার নিজের চেয়েও বেশি ভালবাসে।
.
.
-আজ আমি অনেক সুখী, নেই কোনো হারাবার ভয় কেনইবা করবো সংশয় বলো?
আধাঁরের সাথে করেছি আমার প্রণয়, জানিনা আলোর দেখা পাবো কিনা, আসলে পাবো কিভাবে আমি আলো খুঁজিই না।
.
.
-একাকিত্বের যন্ত্রণা কতটা সুখের তুমি জানো?
জানবে কিভাবে একাকিত্ব শব্দটি তো তোমার জীবনে ছায়া হয়েও যেতে পারেনি আসলে তুমিই ঠিক আমিই ভুল একসঙ্গে যদি তোমার মতো আরো দুটো নিয়ে থাকতাম তাহলে হয়তো আর আজ আমাকে একাকিত্ব, শুন্যতা আকঁড়ে ধরতে পারতোনা।
.
.
-আবার ভাবি ভুল করে ভালোই হয়েছে না হলে একাকিত্ব আর শুন্যতা কোথায় যাবে ওদেরও তো কাউকে না কাউকে চাই?
.
.
-পরিশেষে একটা কথা বলি ---তোমাকে কে কি বলে জানিনা তবে আমার ভিতরে থাকা শুন্যতা, যন্ত্রণা, বেদনা, একাকিত্ব, আগুন সব কিছুই তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ কারণ তুমি চলে না গেলে ওরা কোনো সঙ্গী পেতো না তুমি গেছো বলেই তো ওরা আমাকে আকঁড়ে ধরে বেঁচে আছে আর আমিও অনেক যত্ন করে রেখেছি যদি তোমার মতো হারিয়ে যায় সেই ভয়ে।।।।।।।।।।।।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন