শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

শিশির ভেজা ভোরে তুমি নেই বলে

কোয়াশা ঢাকা ভোরবেলা ঘুম ভাঙ্গে পাখি কিচির মিচির ডাকে তারপর বিছানা ছেড়ে চোখ কচলাতে কচলাতে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেটে চললাম,
-
কিন্তু যখন গাছের পাতা থেকে এক ফোটা জল মুখের উপর পড়ে তখন সারা শরীর শির শির করে কেপে উঠে, আর মনে পড়ে প্রিয়া তোমার কথা।
-
প্রিয়া তুমি আজ পাশে নেই, পাশে থাকলে হয়ত তোমার ওড়না দিয়ে আলতো করে মুছে দিতে, অামার মুখে পড়া শিশির কণা জল গুলো।
-
ঘুমের আলসে ভাবের সাথে হেটে চলার ক্লান্ততা নিয়ে গাছের নিচে ঘাসের উপর বসি, তখন যে শিশির কণাগুলো তোমার কথা মনে করিয়ে দেয়,আর তখনই তোমার স্বপ্নগুলো হাতচানি দেয়,
আমার মনের গহিন ঘরে।
-
তোমার পিঠে পিঠ লাগিয়ে ঘাসের উপর বসে গল্প করতাম তখন কতই না স্বপ্ন দেখাতে আগামীর পথ চলার,কিন্তু আজ তুমি নেই।তুমি নেই বলে কি হয়েছে আমিতো আছি আজও তোমার স্বপ্ন নিয়ে বেঁচে।
-
যতো দিন বেঁচে থাকবো, তোমার স্বপ্ন অার তোমার রেখে যাওয়া স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, তুমি অাজ অামার সঙ্গে নেই,, তবে তোমার স্বপ্ন অার তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো এখন অামার সঙ্গী,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন