বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

এমন আশা দিওনা যেই আশায় যেন
সে সপ্ন দেখা শুরু করে
অথচ পরে তাকে নিরাশ করে দিলে...
.
এমন কথা বলো না যেই কথায় বিশ্বাস করেছে
অথচ কথা দিয়ে কথা না রেখে তাকে বিপদে ফেলেছো...
.
এমন সন্দেহ এর মনোভাব নিওনা
অথচ দেখা গেলো সে তোমার সন্দেহ এর অংশীদারি নয়..
.
এমন কিছু করোনা যা করলে
অন্যের মনের উপর আঘাত বলে,
একটা অংশ তার হৃদয়ে জায়গা করে নেয়
.
উল্লেখিত এর বিপরীত হলে মন্দ নয়,
তা না হলে তুমি তোমার জীবন সংগ্রামে
তুমি নিজেই পরাজিত হওয়ার জন্য দায়ী থাকবে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন