শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

*** কিশোর প্রেম ***


.

আমাদের স্কুলের দশম শ্রেণিতে পড়া এক ছেলে কিশোর প্রেমের ডাকে সারা দিয়ে এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ঘটনাবশত মেয়েটি ছিল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার ভাতিজি। ছেলে এবং মেয়ে পালিয়ে গিয়ে আবেগের তাড়ানায় বিয়েও করে ফেলে। একসময় তাদের খোঁজাখুঁজি শুরু হয় এবং তারা ধরাও পড়ে যায়। পুলিশের ভাতিজি বলে কথা। ছেলেটাকে ধরে এনে দেয়া হলো উদুম মাইর। পুলিশের হাতে ধরা খাওয়া মানে.....।
ছেলেটাকে ৭ দিনের রিমান্ড দেয়া হলো অস্ত্রের কথা বলে। ছেলের বাবা কেউ পিটানো হলো। .
.
.
এইগুলা আমার চোখের সামনে ঘটে যাওয়া কাহিনী। কাহিনী বললে ভুল হবে, এই গুলা বাস্তব ঘটনা। আমার কথা হল এইখানে কি ছেলেটার একার দোষ ছিল নাকি মেয়ে টাও সমান ভাবে দোষী?? একটা কথা মনে রাখবেন এক হাতে কখনো তালি বআমার কথা হলো একটা দশ্ম শ্রেনিতে পড়া ছেলে - মেয়ের একজন আরেক জনকে ভালো লাগতেই পারে। তাই বলে পালিয়ে যেতে হবে কেন?? পালিয়ে গেল ছেলে - মেয়ে কিন্তু ছেলের সাথে তার বাবা কেউ কেন মার খেতে হল,, কেনই বা এত অপদস্থ হতে হলো।
কিশোর প্রেম যার কোনো ভবিষ্যৎ নেই। সেটাতে কেন এত বেশি বর্তমান ছেলেরা - মেয়েরা ঝুকে পড়ছে। এর প্রধান কারন হলো আমাদের মিডিয়া এবং চ্যানেল গুলা। তারা প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে নানা রোমান্টিক কাহিনী। যেগুলা দেখে কিশোরদের মনে হয়,, ইসস যদি আমারও একটা গার্লফ্রেন্ড থাকত। টিভিতে কোনো প্রকার শিক্ষামুল্ক জিনিস নাই বললেই চলে,, যা আছে তা অতি অল্প।.......
.
.
" কিশোর প্রেম যে কোনো প্রকার বোমা অপেক্ষা মারাত্মক। এটি নিমিষে একটি প্রজন্ম কে ধংসস করে দিয়ে পারে । প্রেম করো কিন্তু কমপক্ষে স্কুল টা পাশ করো।....
.
.
নিজের ক্যারিয়ার গড়ে তুলো,,তোমাকে মেয়েদের পিছনে ছুটে যেতে হবে না।। তোমাকে পাত্রী ও দেখতে হবে না।। বস্তা বস্তা প্রস্তাব আসবে তোমার। তুমি দেখিয়ে দাও তোমার ভিতরেও শক্তি আছে। তোমার ও মনোবল আছে। এসব না দেখে মরতে চাইলে,,, কর কিশোর প্রেম। পালিয়ে যাও কোনো মেয়েকে নিয়ে। লাঞ্চিত কর তোমার পিতা মাতা কে। তাদের বুঝিয়ে দাও তোমার মত ছেলে / মেয়ে কে জন্ম দিয়ে তারা ভুল করেছেন।
.
.
তোমার জীবন তোমার সিদ্ধান্ত। কিন্তু একবার হলেও ভেবে দেখো তোমার পিতা মাতার কথা,,যাদের ইচ্ছা ছিল তাদের সন্তানেরা বিশ্বজোড়া নাম তৈরি করবে। তাদের মনে কস্ট দিয়ে কিভাবে তুমি জিবনে উন্নতি করতে চাও।
.
.
লজ্জা তুমি আজ জাতির থেকে হারিয়ে গেছো।
মমতা তুমি আজ বড় একা হয়ে গেছো।
সার্থ আজ তুমি আমার বড় আপন।
প্রেম আজ তুমি অনেক ক্ষুদ্র হয়ে গেছো।
ক্রোধ আজ তোমার পরিধি অনেক বিশাল।
.
শিক্ষামুলক গল্প আজ তা যোগ্যতা হারিয়েছে ।
*এ কেমন কথা??
চারিদিকে আজ শুধু রোমান্টিকতা আর রোমান্টিকতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন