--- কথা ছিল তোমার ভালোবাসার উৎসাহে নিজেকে সফলতা করা।যে সফলতায় আমাদের কান্না ভেজা হাসি সাক্ষী থাকবে।সাক্ষী থাকবে আমাদের কথার,পূর্ণতা পাবে বিশ্বাসের।রচিত হবে আরেকটা ইতিহাস।যেখানে শাহজাহান-মমতাজ,শিরিন-ফরহাদ,লায়লা-মজনু প্রমুখদের ঠাই হয়েছে।কিন্তু আমি এত খেতাব চাইনি।চেয়েছিলাম তোমার ভালোবাসার উষ্ণতা।যে উষ্ণতায় মলিনতাও আনন্দের মতো লাগতো।তুমি তা চেয়েও চাওনি!কথা দিয়ে কথা রাখোনি।তুমি এই যুগের ভন্ডামি ভালোবাসার ধারাকে জয়ী করেছো।এটা একদম অন্যায়।আজ ভেজা চোখে কান্না লুকিয়ে বাঁচতে হচ্ছে!যাও মাফ করে দিলাম।বাকিটা খোদার দরবারে না হয় বললাম!
এই বৃষ্টির দিনে জানালার পাশে কিংবা বেলকনিতে দাড়িয়ে তোমাকে ভেবে ভেবে আবসারাফ আনমনা হাসি দিয়ে স্বপ্ন দেখার কথা ছিল।যে স্বপ্ন তুমিও দেখেছ আমাকে দেখিয়ে!আজ সে স্বপ্ন তুমি অন্যজনকে নিয়ে দেখবে আর আমি বেচারা দুঃস্বপ্নে মশগুল!
মাফ চাও? যাও মাফ করে দিলাম!
মাফ চাও? যাও মাফ করে দিলাম!
মনে পড়ে তোমার সে দিনগুলোর কথা!যে দিনগুলো পরস্পর নির্ভর ছিলাম।তুমি আমাকে ভেবে চলতে আর আমি তোমাকে। আমি এখনো চলি!আমি বদলায়নি।তুমি বদলায়ছো।তুমিই বলেছিলে ইংরেজিতে.. মানুষ নাকি " চ্যান্জেবল"! তুমি তোমার কথা রাখছো!ধন্যবাদ তোমাকে এই কারণে যে নিজেকে দেয়া কথাগুলো রাখছো কিন্তু আমাকে দেয়া কথাগুলো রাখোনি।হয়তো তোমার মতে- আমার ভুল ছিল ভালোবেসে তোমাকে।ভুল আমার হলেও মনে রাখবে.."ভুল করে ভুলে যাওয়া ভুল"!
মনে পড়ে..কথা বলার সময়-তোমার কথা শুনতে পারতামনা বলে আমি হতাশ হয়ে রাগারাগি করতাম আর তুমি আমার ভয়ে চুপ করে থাকতা!
মনে পড়ে.. আমার গলায় তোমাকে সামনে রেখে গান শোনানোর কথা ছিল!তোমার হাতে আমাদের নাম আর্ট করে লিখার কথা ছিল!আমি বলেছিলাম তোমার চোখের দিকে থাকিয়ে থাকবো আর তুমি চুপ করে থাকবা!আচ্ছা..তোমার মনে আছে - তোমার জোড়া চোখগুলো আমার একদম বেশি পছন্দ!কি মায়াবী চোখ!আমিতো চোখ দেখে প্রেমে পড়েছিলাম তোমার!আজ সে চোখগুলো নাকি অন্য কেউ দেখবে!সে হাত দু'টো নাকি অন্য কেউ ধরবে!হয়তো সে আমার চেয়ে ভালো গান পারে তাইনা?
মনে পড়ে.. আমার গলায় তোমাকে সামনে রেখে গান শোনানোর কথা ছিল!তোমার হাতে আমাদের নাম আর্ট করে লিখার কথা ছিল!আমি বলেছিলাম তোমার চোখের দিকে থাকিয়ে থাকবো আর তুমি চুপ করে থাকবা!আচ্ছা..তোমার মনে আছে - তোমার জোড়া চোখগুলো আমার একদম বেশি পছন্দ!কি মায়াবী চোখ!আমিতো চোখ দেখে প্রেমে পড়েছিলাম তোমার!আজ সে চোখগুলো নাকি অন্য কেউ দেখবে!সে হাত দু'টো নাকি অন্য কেউ ধরবে!হয়তো সে আমার চেয়ে ভালো গান পারে তাইনা?
তোমার মনে আছে আমার প্রপোজ করার ঘটনাটা।
একটা বছর তোমাকে চোখে চোখে রাখছিলাম।তোমার খবর নিতাম।তোমার সম্পর্কে জানতাম।ভালো লাগতো। অন্যরকম অনুভূতি এগুলোতে।বলে বোঝানো যাবেনা!
চাইলে মোবাইল নাম্বারটাও নিতে পারতাম।কিন্তু বিশ্বাস করো নিজেকে বখাটে করতে চাইনি।সাহসও ছিলনা।এরকম ফোন করলে তুমি রাগ করবা সেটাও আমার মাথায় ছিল।ভালোবাসলে থাকে ভয় লাগে স্বাভাবিক!
তোমাকে অনেক কষ্ট করে পাইছিলাম জীবনে।এতো সময়ের ব্যবধান আমি আমার জীবনের কোন কাজে দিই নাই কখনো।এতো ধর্য্য,এতো সহ্য,এতো অবহেলা ইত্যাদি মেনে নিতাম।একটায় নিয়ত তোমাকে পেতেই হবে!মনে মনে বলতাম ইনশাল্লাহ!
একটা বছর তোমাকে চোখে চোখে রাখছিলাম।তোমার খবর নিতাম।তোমার সম্পর্কে জানতাম।ভালো লাগতো। অন্যরকম অনুভূতি এগুলোতে।বলে বোঝানো যাবেনা!
চাইলে মোবাইল নাম্বারটাও নিতে পারতাম।কিন্তু বিশ্বাস করো নিজেকে বখাটে করতে চাইনি।সাহসও ছিলনা।এরকম ফোন করলে তুমি রাগ করবা সেটাও আমার মাথায় ছিল।ভালোবাসলে থাকে ভয় লাগে স্বাভাবিক!
তোমাকে অনেক কষ্ট করে পাইছিলাম জীবনে।এতো সময়ের ব্যবধান আমি আমার জীবনের কোন কাজে দিই নাই কখনো।এতো ধর্য্য,এতো সহ্য,এতো অবহেলা ইত্যাদি মেনে নিতাম।একটায় নিয়ত তোমাকে পেতেই হবে!মনে মনে বলতাম ইনশাল্লাহ!
ও আচ্ছা বলা হয়নি..তোমার ফেসবুক প্রোফাইল দেখতে দেখতে অনেক হিংসা আর রাগ লাগতো।কত আবালের প্রোফাইল যে ঘাটতে হয়ছে তার হিসাব নাই;শুধু তোমাকে যাতে কেউ সমস্যা না করে!
যখন দেখতাম কোন ছেলের পোস্টে কমেন্ট আর রিয়্যাক্ট দিতা আমার অসহ্য লাগতো।বলতেও পারতাম না।ব্লকও মারছিলাম তোমাকে! ফেইক আইডি খুলে তোমার আইডি দেখতাম।আবার ব্লক খোলে রিকুয়েস্টও দিছিলাম!
সে তুমি তোমার জীবন থেকে আামকে ব্লক দিয়ে দিলা!
যখন দেখতাম কোন ছেলের পোস্টে কমেন্ট আর রিয়্যাক্ট দিতা আমার অসহ্য লাগতো।বলতেও পারতাম না।ব্লকও মারছিলাম তোমাকে! ফেইক আইডি খুলে তোমার আইডি দেখতাম।আবার ব্লক খোলে রিকুয়েস্টও দিছিলাম!
সে তুমি তোমার জীবন থেকে আামকে ব্লক দিয়ে দিলা!
তোমাকে জীবনে পেয়ে গেছিলাম।এতো ভালোবাসা দিছিলা যে ভালোবাসা আমার জন্য শেষ করে অন্যের জন্য বরাদ্দ করতেছো।কেন?সারা জীবন ভালোবাসলে কি এমন হতো?একেবারে সব ভালোবাসা দিয়ে শেষ করে কি লাভ হয়ছে!তোমাকে হারাবো কখনো কল্পনা করিনি!আমি আমাদের হিসাবটা গুছিয়ে নিয়েছিলাম।যাতে আমরা পরিবারের বিপদসীমা হতে রক্ষা পাই!তুমি মাঝখান হতে হাত ছেড়ে হাল ছেড়ে আমাকে মরুভুমিতে রেখে চলে গেলা।তোমার ভাবা উচিত আমি একা কেমনে মরুভুমিতে বাঁচার রাস্তা খুঁজবো হতাশাগ্রস্ত মন নিয়ে!
তোমাকে হারিয়ে আমার কান্নার গর্জন তুমি শোনোনি!একজন পুরুষ জাতের প্রাণী কাঁদে বোধয় এই ভালোবাসার জটিল রেখায়।অনেকটা পাথরে ঘাম ঝরে পড়ার মতো।তুমি নিজেকে ব্যর্থ ভাবিওনা।তুমি সফল।ব্যর্থতো আমি।এতো ভালোবেসেও পারিনি তোমাকে ধরে রাখতে।আগলিয়ে বাঁচার বিন্দুমাত্র কমতি প্রার্থনার অভাব আমার ভিতরে ছিলনা।খুব জোড়ালো ভাবো চাইছিলাম।তোমার কাছে কলিজা পঁচন রোগ নিয়ে বাঁচতে গেছিলাম।সেই তুমি কিনা সব জেনে শুনে...!
জোনায়েদ ইভান বলেছেন :- "হিসাব করে ব্যবসা হয়;ভালোবাসা না"। আর তুমি আমার চোখে আঙ্গুল দেখিয়ে লাইনটা দেখিয়ে দিয়েছিলে ভালোবাসার মানে বোঝাতে!আজ সে লাইনটার মর্মার্থ তুমি কি ভুলে গেছো?যে হিসাবটা আমাকে ছুড়ে দিলা পরিবারের দোহাই দিয়ে;সে হিসাবটা কি অন্য কোন মানুষের ভালোবাসায় কেউ সমাধান করেনি?নাকি সৎ ভালোবাসাগুলো এরকম অজুহাত দিয়ে চলে গেছিলো আদলতের রায় শুনার মত করে!আরে আমি দোষতো করিনি ভালোবেসে।কিংবা ভালোবাসা একার সম্মতিতে-তো হয়নি।আসামীরা অব্দি নিশ্চিত মৃত্যু জেনে বাঁচার বৃথা চেষ্টায় পূনরায় আপিল করে আরেকটা দিন বেশি বাঁচার জন্য।আমি কি তাদের চেয়েও নিঃকৃষ্ট নাকি অভিনয় করছো?
আমিও তোমার কাছে ভালোবেসে অপরাধী আসামী হয়ে গেলাম।আপিল করার সুযোগটুকু দাওনি।আমাকে অচল করে দিয়ে চলে গেলে তোমার সুখের স্বর্গে!তুমি সুখে আছো তাতে আমি খুশি।
আমিও তোমার কাছে ভালোবেসে অপরাধী আসামী হয়ে গেলাম।আপিল করার সুযোগটুকু দাওনি।আমাকে অচল করে দিয়ে চলে গেলে তোমার সুখের স্বর্গে!তুমি সুখে আছো তাতে আমি খুশি।
মাফ চাইছো তাইনা ভালো না বাসার জন্য? যাও মাফ করে দিলাম।মাফ করতে টাকা-পয়সা খরচ হয় নাকি!
তুমি নিঃশ্বাসে বাঁচো;আমি না হয় দীর্ঘশ্বাসে বাঁচি!
তুমি নিঃশ্বাসে বাঁচো;আমি না হয় দীর্ঘশ্বাসে বাঁচি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন