বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

★কান্নাজড়িত ভালবাসা★

এই যাহ মরেছি আজকেও লেট তাও আবার ২০
মিনিট। আল্লাহ জানে কি আছে কপালে?
দূর থেকেই ডোরা সাপের ফস ফস আওয়াজ আর
ফনা টের পাচ্ছি ঠিক ঝরের আগ মুহূর্ত টা যেমন
হয় আর কি?
নীলিমার সামনে যেতেই......
:- কিরে তোর এত দেরী হল কেন?
:-কেন আবার জ্যাম ছিল
:-(ঠাস)....মিথ্যে বলবি না একদম।
:-সরি মনে ছিল না (গালে হাত দিয়ে)
:-(ঠাস)....
:-আবার কেন মারলি?
:-এই যে আমার কথা ভুলে গিয়ে অন্য কোন
মেয়েকে যেন মনে না করো।
:-হুম দাঁড়িয়ে থাকবো আমি?
:-না এইবার বসতে পারো(হাসি দিয়ে)....
হাসলে নীলিমাকে খুব সুন্দর লাগে একদম একটা
নিষ্পাপ মুখ এই হাসির জন্য সব কিছু করতে পারে
শাওন। তাইতো এত অত্যাচার সহ্য করেও
ভালবাসে নীলিমাকে)
:-কিরে বাচ্চাদের মত দুই গালে হাত দিয়ে
তাকিয়ে আছিস কেন?
:-না অলরেডি দুইটায় দুইটা পরে গেছেতো তাই
ভাবছি আমার তিন নাম্বার গালটা কোথায়?
:-কি?
:-না কিছু না।
:-Good Boy....
:-হুম বল কি বলবি?
:-আজকাল তোকে লামিয়ার সাথে দেখা যায়
ঘটনা কি?
:-ও সেটা? আমি লামিয়াকে ভালবাসি আর
লামিয়া আমাকে।
:-কি বললি?(চোখ বড় করে মনে হয় আরেকটা
পোড়বে)
:-না কিছু না আমি তোকেই ভালবাসি রে।
:-আচ্ছা?
:-হুম।(গালে দুই হাত দিয়েই যদি আরেকটা পরে)
:কিন্তু তুই কি করে ভাবলি তোর মত ছ্যাচ্রাকে
আমি ভালবাসবো?
:-কি তার মানে তুই আমাকে ভালবাসিস না?
:-আ.. হ্যা... না...
:-মানে?
:-না।
:-আচ্ছা তুই তাইলে থাক লামিয়া আমার জন্য
ওয়েট করতাছে।
:-কি?
:-হ্যা যাই।
:-যাই মানে?
:-যাই মানে চলে যাচ্ছি আর কিছুই না।
:-আচ্ছা আচ্ছা যা।
:-হুম চললাম।
★এতক্ষন শাওন ও নীলিমার মধ্যে কথা হচ্ছিল
শাওন নীলিমাকে প্রচন্ড পরিমানে ভালবাসে।
আর নীলিমাও শাওনকে ভালবাসে কিন্তু শাওন
কে একটু বেশী শাসন করে নীলিমা।কিন্তু অন্য
কোন মেয়ের সাথে শাওনকে একডম সহ্য করতে
পারে না আর শাওনের সাথে লামিয়াকে দেখেই
মাথায় খুন চেপে যায় নীলিমার তাই চর গুলো
বোনাস হিসেবে দিল নীলিমা শাওনকে।
পরেরদিন ক্যাম্পাসে......
:-শাওন তুই তো বলতে পারিস নীলিমাকে যে তুই
ওকে ভালবাসিস..(লামিয়া)
:-আরে বলছি তো।(শাওন)
:-তবে?
:-আরে যতবার বলেছি ততবারই চর খেয়েছি প্লিজ
দোস্ত একটু হেল্প কর।(বলেই হাত ধরে লামিয়ার
এর মাঝেই নীলিমার আবির্ভাব)
:-শাওন।
:-কি?
:-বিপদ সংকেত ১০।
:-মানে?
:-নীলিমা দেখ।
:-কই?
:-এইযে আমি এই মহাশয় কি হচ্ছে এসব?
:-কি আবার? সবই তো দেখছিস।
:-হ্যা তাইতো বলছি কি হচ্ছে?
:-কি আবার আমি আমার লাভারের হাত ধরেছি
তাতে তোর সমস্যা কি?
:-আছে...
:-আমার কিচ্ছু করার নাই।
:-নাই মানে?
:-তুই কি মনে করেছিস তুই ছাড়া আমার লাইফ
অচল? এই দেখ একদিনেই লাভার হয়েছে।
:-ওই শালা তোর এত বড় সাহস তোর?(কলার ধরে
বলতাছে তার মানে কাজ হয়েছে)
:-ছাড় বলছি প্লিজ।
:-কোন ছাড়াছাড়ি নাই তুই শুধু আমাকে
ভালবাসবি অন্য কোন মেয়ের সাথে দেখলে খুন
করে ফেলবো।
:-সরি আমার লাভার আছে।
:-দেখ শাওন আমি তোকে ভালবাসি খুব খুব
(কান্নাজড়িত কন্ঠে না আর ঠিক হবে না কিছু
করা তাইলে খবর আছে)
:-হ্যা আমিও তোকে ভালবাসি।
:-তাইলে লামিয়া?
:-আরে এটা তো একটা খেলা ছিল।
:-কি?
:-হুম
:-ঠাস...
:-আবার কেন?
:-আমাকে কাঁদানোরর জন্য।
:-আজ যত পারিস কেঁদে নে।এরপর আর কাঁদতে
দিবো না(বুকে জড়িয়ে)
:-হুম ভালবাসি।
:-ভালবাসি।
এভাবেই তাদের ভালবাসার পথ চলা শুরু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন