বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

" কি দরকার ছিল ? "

গভীর রাতে ছাদে বসে আছি একা একা.ঘড়ি সঙ্গে
নেই .সময় ও আন্দাজ করতে পারছি না ! তবে সময়
দিয়ে এখন আর কাজ নেই ' আমি এখন সময়হীন
জগতের বাসিন্দার মত ।ঘড়ির সময়ে এখন আর কিছু
যায়,আসেনা …কোন কিছুতেই যায় ,আসে না
আমি আকাশের দিকে তাকালাম ! আকাশ
অন্ধকারাচ্ছান্ন ।মনে হচ্ছে কালো মেঘে ঢাকা ।
শেষবার যখন ভালো করে আকাশ দেখেছিলাম
,মনে পরে সেবার আকাশ বেশ স্বচ্ছ ছিল আর
অনেক তারা ছিল ! আজ শুধুই অন্ধকার ! কিছু দেখা
যাচ্ছে না ! তবে মনে হচ্ছে আজকের সাথে
অন্যদিনের কোথো যেনো একটা স্থূল অমিল।
পার্থক্যটা অনুভব করার মত।আমি ভেবেছিলাম এই
মুহুর্তটা আমাকে গাঢ় বিষাদ কিংবা তীব্র
ভীতি নয়ত প্রচন্ড ব্যাথাবোধ আচ্ছন্ন করে রাখবে
।আশ্চর্য ।তা না হয়ে কেনো যেন উল্টোটা হচ্ছে
।গভীর এক আনন্দ আমাকে ঘিরে ধরেছে…কেমন
যেন এক মুগ্ধতা নিয়ে কালো আঁধারে দৃষ্টি ছুড়ে
দিয়ে তাকিয়ে আছি…
হঠাৎ আকাশে আলোর ঝলকানিতে বিদ্যুত রেখা
দেখা গেল …...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মেঘ
ডাকল ,বিজলী চমকাল ,আকাশ ভাঙতে শুরু করেছে
.…এবারের অপেক্ষা অবশ্যই দীর্ঘ ছিল.সবাই
তীব্র গরমে যেভাবে হাঁসফাস করছিল
এতদিন,অনেকদিন পরে মানুষজন কিছুটা স্বস্তি
পাবে অবশ্য একই স্বস্তির কারণ আবার কয়দিন
পরে তাদের বিরক্তির কারণ হবে ,যখন কাজকর্মে
ব্যাঘাত ঘটবে ,এরকমই বৃষ্টির কারণে।এই এখন
মানুষের চলমান জীবনধারা ।
আর আমার মত গতি থমকে থাকা দের জন্য মনে হয়
কিছু ভিন্ন … মিশে একাকার হয়ে যাচ্ছি জগতের
সবচেয়ে সুন্দর গানে .বৃষ্টির ছন্দ্বময় শব্দ,ক্ষনিকের
জন্য হারিয়ে যাওয়া ,অন্তঃজগতের গভীরে
পরিভ্রমন ,নিরবচ্ছিন্ন শান্তি -পুলক - স্বচ্ছ
মুগ্ধতা …আমার জন্য এসব সব ই পুরনো …তবে যতই
এই আবেদনে সাড়া দেই ,ততই যেন আগের থেকে
বহুগূনে বৃদ্ধি পেয়ে আমার কাছে ফিরে আসে… .
… .… ..…….
গভীর রাতে ,নিকষ অন্ধকারে , ঠান্ডা হাওয়া
গায়ে মেখে ! পৃথিবীর সবচেয়ে সুন্দর আওয়াজ :
ঝুম বৃষ্টির শব্দ কানে নিয়ে ,অপার্থিব কোনও
জানা/ অজানা আকুলতাময় হাতছানি অনুভব
করতে করতে ভাবতেই পারি ঠিক এই মুহুর্তে আমি
ধরনীর সবচেয়ে সুখী মানব ।ভাবতে তো আর
ক্ষতি কিছু নেই ! তবে তা ভাবতে গেলে এসব
ভাবনাও কাবাবের হাড্ডির মত আপনাআপনি এসে
যায় যে : "নিরবিচ্ছিন্ন/অবিমিশ্র সুখ বলতে কিছু
নেই" ,"সময়/মুহূর্ত কখনো চিরস্থায়ী
হয়না" ,"জীবনের কোন moment কে movie এর মত
pause বা resume অথবা forward বা bacward
করা যায়না ইত্যাদি ,ইত্যাদি .
সে যাই হোক ,এসব ভাবনার এখন আর কোন গুরুত্ব
নেই ! এই মুহুর্তে আমি আসলেই খুব সুখী …আমি
আনন্দিত ।এই আনন্দ মুক্তির,চিরমুক্তির।শান্তি
আমায় প্রবলভাবে গ্রাস করেছে।ঠিক এই মুহুর্তের
মত প্রশান্তি আগে কখনো অনুভূত হয়নি …এ বুঝি
বড্ড অচেনা -অজানা প্রফুলতা …যেন এর অস্তিত্ব
এ জগতে নয়।অন্য কোন চিরপ্রসন্নময়ী ভূবনে ।
অসম্ভব সুন্দর কোন মাদকতা আমাকে তন্দ্রাচ্ছন্ন
করছে দ্রুত !!
একটু আগে আমি অতীতের বহুবারের মত কাজটা
করতে গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে আসিনি..…।
অবশেষে তাহলে সত্যি এ কাজটা সম্পন্ন হল ।তবে
এখন কোন পিছুটান অনুভব করছি না ।এই মুহূর্তে
আমার সাথে যা ঘটছে ,মোটামুটি এরকম এ একটি
দৃশ্যপটের বর্ণনা পড়েছিলাম কোন এক উপন্যাসের
শেষাংশে !
সেখানে মূল চরিত্র সুইসাইড করে শেষ পর্যন্ত।
আসলে মাঝে মধ্যেই এরকম হয় ! গল্প,উপন্যাস বা
নাটক,সিনেমার কাহিনীর দৃশ্য মিলেমিশে
একাকার হয়ে যায় ..........
যেনো গল্পের বাস্তবতা আর মানুষের জীবনের
বাস্তবতা জায়গা অদল বদল করে ! অনেকেই
ব্যপারটা লক্ষ্য করে অবাক হয়।কিন্তু আশ্চর্যের
কিছুই নেই …গল্প,কাহিনী,সিনেমার স্ক্রিপ্ট
মানুষেরই লেখা। তা যতই কল্পনাপ্রসূত আর
ফিকশনপ্রবণ ই হোক ,সেই কল্পনা বাস্তব দর্শন ও
জীবনবোধ এর মাত্রা ছাড়িয়ে যেতে পারে না ।
এর আলোকেই হয়।
আমার ইচ্ছে করছে আমার বর্তমান অবস্থা হুবহু
লিখে ফেলতে ।রিয়েলিটিকে কনভার্ট করে
গল্পাকারে বন্দী করতে ।যেন এসব বাস্তবে কিছু
হচ্ছে না ।গল্পে ঘটছে ।কিন্তু এখন আর তা সম্ভব
নয়..……একটু আগে সত্যি সত্যি অনেকগুলো ঘুমের
ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলেছি !
একেবারে কয়েকপাতা।এখন যেন পুরো শরীর জুড়ে
হাজার বছরের ক্লান্তি ভর করেছে ! আমি বুকভরে
নিঃশাস নিলাম …দূরে কোথা থেকে যেনো
অপূর্ব সঙ্গীত ভেসে আসছে ! হ্যালুসিনেশান হবে
হয়ত।কিন্ত কি অদ্ভূত সুন্দর সুর।যেনো অপার্থিব
মায়ায় মেশানো।আমার চোখ বেয়ে জল গড়িয়ে
পড়ছে ।বৃষ্টির পানির সাথে মিশে অশ্রুও যেন
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইছে ! যেমন
আমি হারিয়ে যাচ্ছি বিস্তৃতির অতলে।প্রকৃতি
আমার জনম জনম ধরে জমানো ক্লান্তিমাখা -
বেদনাবিধুর- হাহাকার মিশ্রিত - কষ্টক্লেশ
গ্ঁাথা - ব্যাথাভরা -জ্বালাময় কলুষ একবারে ধুয়ে
ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেন অঝোড় বারিধারায়।
শত কলঙ্কময় ,গ্লানি ঘেরা এ পৃথিবীতে লুকানো
এত মায়া মায়া সৌন্দর্যের কি দরকার ছিল ? আর
গভীর বিস্বাদ ঠাসা ,যাতনার এই মানব জীবনে
এত ছায়া ছায়া শান্তিরও বা কি দরকার ছিল ?!?!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন