শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

*******তোমাকে ভুলব না কখন********

আমি আমাকে ঘৃনা করি কারন- তোমায়
অনেক ভালবাসি তা বুঝাতে পারিনি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন- তোমায়
হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারিনি
বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন-
তোমাকে বিশ্বাস করেছিলাম বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন- তোমায়
আজ ও ভুলতে পারিনি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন - আমি
জানি আমি তোমাকে কোনদিন ভুলতে
পারব না বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন- তোমায়
পাবনা জেনে ও তোমার জন্য অপেহ্মা
করি।
আমি আমাকে ঘৃনা করি কারন- তোমায়
হারিয়ে বেঁচে আছি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন- তুমি না
থাকলে, আমি কি ভাবে থাকবো সেইটা
ভাবিনি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন- প্রতিটি
সময় তোমায় ভেবে কান্না করি বলে।
হ্যাঁ আমি আমাকে ঘৃনা করি কারন-
অতীতকে ভুলে সময়ের সাথে তাল মিলিয়ে
চলতে পারিনি বলে।
জানি পারব না কোনদিন ভুলতে তোমায়,
কারন এত কিছুর পর ও তোমায় ভালবাসি
প্রতিদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন