বুধবার, ৫ আগস্ট, ২০১৫

"তেলাপোকা ও ভালোবাসা"


¤
ইন্টারে একই কোচিং এ পড়তো ছেলে ও মেয়েটা।
.
ছেলেটি ছিল প্রচন্ড দুষ্টু আর মেয়েটি ছিল শান্ত স্বভাবের কিন্তু অহংকারী।
.
ছেলেটি প্রথম দেখায় মেয়েটিকে ভালোবেসে ফেলে।
লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দেখতে প্রতিদিন ছেলেটা।
মেয়েটি বিষয়টা খেয়াল করত কিন্তু কিছু বলতো না।
.
একদিন ছেলেটা মেয়েটাকে বলে-"আমি না তোমার প্রেমে পড়ে গেছি।তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি।"
মেয়েটি-"তো আমি কি করবো??
যাও ভাগো এখান থেকে।যত্তসব ফালতু কথা বলতে আসে।বিয়াদব কোথাকার।"
এছাড়া আরো খারাপ কথা বলে ছেলেটিকে অপমান করে মেয়েটি।
ছেলেটি তার অপমান সহ্য করে এবং শেষে বলল-"অহংকার ভালো না।অপেক্ষা করো।আমাকেই তুমি ভালোবাসবে মেয়ে।"
এটা বলে ছেলেটি চলে গেল।
মেয়েটি তার বান্ধবীদের সামনে একটু ভাব নিয়ে বলল-"যত্তসব ফালতু ছেলে!আর ভাল লাগে না এদের জ্বালাই।ধ্যাত ছাই!"
.
.
এর মাঝে অনেক দিন কেটে গেল।
ছেলেটি হঠাত্‍ একদিন মেয়েটার সামনে এসে বলল-"সেদিন তো অপমান করলে।সহ্য করেছিলাম এবং বন্ধুদের কাছে অনেক কথা শুনেছি।আজ তুমি সবার সামনে আমাকে বলবে i love you too."
মেয়েটি একটু অতিরিক্ত পার্ট নিয়ে বলল-"তোমার লজ্জা করে না?
বিয়াদব ছেলে আবার এসেছো জ্বালাতে?দাঁড়াও তোমার খবর করতেছি।"
ছেলেটি তখন মেয়েটিকে বলল-"যথেষ্ট বলেছো।আর না।আজ আমি তোমার খবর করবো।যদি ভালোবাসি না বলো তো দেখবে আমি কি করি তোমার।"
মেয়েটি-"কি করবি তুই?বজ্জাত ছেলে কোথাকার!"
এমন সময় ছেলেটি তার ব্যাগ থেকে একটা বোতল বের করে বলল-"এর ভেতর তোলাপোকা দেখতে পাচ্ছ তো?সবগুলো তোমার গায়ে দিয়ে দিবো।যদি ভালোবাসো তাহলে দিবো না।"
মেয়েটি তেলাপোকা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল।
ছেলেটি বোতলের মুখ আস্তে আস্তে খুলতে লাগল।
মেয়েটি তা দেখে কান্না শুরু করে দিল এবং ছেলেটিকে বলল-"প্লীজ তুমি এটা করো না।আমার ভুল হয়ে গেছে তোমাকে অপমান করে।
আমাকে মাফ করে দাও।"
ছেলেটি বোতলের মুখ খুলে বলল-"তুমি এখন চিত্‍কার করে বলবে ভালোবাসি।যদি না বলো তো তেলাপোকা তোমার গায়ে ছেড়ে দিবো।"
এটা বলে ছেলেটি একটা তেলাপোকা মেয়েটির দিকে ছেড়ে দিল।
মেয়েটি তখন দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরে বলল-"আআআমি তোমাকে ভালোবাসি।
সত্যি বলছি তোমাকে আমি খুব ভালোবাসি।আমিও প্রথম থেকেই তোমাকে পছন্দ করতাম।তোমাকে তাড়িয়ে দিয়েছি যদি তুমি ইয়ার্কি করো আমার সাথে ভালোবাসা নিয়ে।তুমি তো খুব দুষ্টু।তাই খুব ভয়ে ছিলাম।"
ছেলেটি তখন মেয়েটিকে জড়িয়ে ধরে বলল-"তেলাপোকা সব ফেলে দিচ্ছি।আর আমি তোমাকে সত্যি ভালোবাসি।"
.
.
আড়াল থেকে বন্ধুরা সব দেখতে থাকলো আর মনে মনে বলতে থাকলো-
হাই রে তেলাপোকা!
মেয়েটিকে বানালি বোকা!
বন্ধু এখন হিরো,পূর্বে ছিল খোকা!
হাই রে তেলাপোকা!!
অকা অকা অকা অকা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন