বুধবার, ৫ আগস্ট, ২০১৫

মনের আকাশে চন্দ্র হয়ে
ঝড়াও তুমি জোসনা
চোখের অধোরে সপ্ন হয়ে
সাজাও আমার ভাবনা
ভালবাসা দিলাম তোমায়
শুন গো প্রাণ প্রিয়
হৃদয় ভরে নিয় তুমি
আমায় শুধু একটু দিও
মনের আকাশে চন্দ্র হয়ে
ঝড়াও তুমি জোসনা
চাওয়া পাওয়ার সবটা জুড়ে
তুমিতো শুধু আছ মিশে
সুখেরি দোলায় ভাসতে তোমায়
সারাটি জনম চাই যে কাছে
এসোনা দুজনে এই লগনে
আবেগি মেলি ডানা...
যখনি তোমার মুখটা দেখি
পৃথিবী আমি যাই যে ভুলে
যতন করে রাখি তোমায়
অনুভবেরি ছায়া তলে
তোমাকে ছাড়া নেইতো আমার
অন্য কোন ঠিকানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন