রঙিন রঙিন স্বপ্ন দেখো
আশায় বাঁধো ঘর,
মিলেমিশে থাকলে সবে
কেউ হবে না পর।
পরিচ্ছন্ন জীবন গড়ার
স্বপ্ন দেখো রোজ,
পাপের কালো অন্ধকারে
হবে না নিখোঁজ!
ন্যায়ের পথে অটল থাকার
স্বপ্ন দেখা চাই,
স্বপ্নবিহীন মানব-জীবন
ভীষণ অসহায়!
মনকুটিরে সকাল-সাঁঝে
স্বপ্ন করো চাষ,
শান্তি-সুখের শ্বেত পাখিটি
ডাকবে বারো মাস!
আশায় বাঁধো ঘর,
মিলেমিশে থাকলে সবে
কেউ হবে না পর।
পরিচ্ছন্ন জীবন গড়ার
স্বপ্ন দেখো রোজ,
পাপের কালো অন্ধকারে
হবে না নিখোঁজ!
ন্যায়ের পথে অটল থাকার
স্বপ্ন দেখা চাই,
স্বপ্নবিহীন মানব-জীবন
ভীষণ অসহায়!
মনকুটিরে সকাল-সাঁঝে
স্বপ্ন করো চাষ,
শান্তি-সুখের শ্বেত পাখিটি
ডাকবে বারো মাস!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন