মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

বাবুর বাপ একটা কথা বলবো।
- হুম। বলো কি কথা?
- আমি কালো বলে তুমি আমায় ঘুরতে নিয়ে
যাওনা।
- হুম।
- আমি কালো বলে আমার সাথে তুমি পিকচার
ওঠোনা।
- হুম। তারপর?
- আমি কালো বলে তুমি আমায় সাজতে পর্যন্ত
দাওনা।
- হুম। আর কি?
- আমি কালো বলে ভালো কোনো শাড়ি কিনে
দাওনা।
- হুম। আর কি?
- আমি অসুন্দর বলে আমায় তুমি
ভালোবাসোনা।
- হুম। আরো কিছু?
.
- আর কিছু কইতে চাইনা আমি স্বাধীন চাই।
.
- ওগো বউ?
- কি বলো।
- প্রথম কথা হইলো। তোমায় নিয়ে ঘুরতে
যাবো কেউ যদি
দেখে আমার সহ্য হয়না।
- তারপরে?
- তারপরে আর কি। পিকচার তুলিনা
স্টুডিওতে পিকচার থেকে
যাবে। যদি এডিট করে ছেরে দেয় আমার
সহ্য হবেনা।
- তারপরে?
- সাজতে চাইলে রাতে সাজো দিনে সাজলে
কে দেখবে
আমি যে বাসায় থাকিনা।
- তারপরে?
- তারপরে আমার পছন্দের শাড়ি তোমার
পছন্দ না হলে আমি
কি তোমায় মার্কেটে লোকজনকে দেখাতে
নিয়ে যাবো?
- সবকিছু মেনে নিলাম কিন্তু তুমি যে আমায়
ভালোই
বাসোনা।
.
- যদি তোমায় ভালোই না বাসতাম তাহলে
তোমায় কেউ
দেখলেও আমার হিংসাই হতোনা। যা কিছু
বলেছো সবকিছুই
স্বাধীন ভাবে করতে দিতাম।
.
মেয়েদের কাছে প্রশ্ন থাকলো আমার।
এরপরেও কি চাও এই ভালোবাসা উপেক্ষা
করে স্বাধীন
ভাবে চলতে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন