বুধবার, ২৩ মে, ২০১৮

তোমার চলে যাওয়ার কথা ছিলো "
" তুমি চলে গেছো "
আমার হারানোর কথা ছিলো "
" আমি হারিয়েছি "
কিন্তু পার্থক্য শুধু এইটুকু...
আমাকে ভালোবেসে তুমি
অল্প একটু সময় হারিয়েছো "
" আর এই অল্প সময়ে আমি "
" আমার পুরা জীবনটাকে হারিয়ে ফেলেছি......!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন