ঝির ঝির করে বৃষ্টি পড়ছে।এ বৃষ্টি
কখন
থামবে কে জানে।সন্ধ্যা ঘনিয়ে
আসছে।
একটু পর পাশে এলো একটা মেয়েটা।
আমার পাশে দাঁড়াতেই একধরনের
কেমন যেনো লাগল আমার।
.
কারন কখনও কোনো মেয়ে আমার
পাশে দাড়ায় নি।।আর জীবনে
প্রেম ও করতে পারলাম না।
মেয়েটার কে আমি চিনি। নাম
বৃষ্টি। আর আমার সাথে ই পড়ে।
দেখতে একদম স্বর্গের অপ্সরির
মতো।
.
এটা সত্যি নাকি মিথ্যা
ভাবতেছি কখনও তো পাশে কেউ
দড়ালো না।
.
হঠাৎই মেয়েটির কথা শুনে অবাক
হলাম কারন মেয়েটি কে আগেও
অনেক বার দেখেছি কিন্তু কথা
বলে নি।
কিন্তু একটু পরে যা হলো আমি
নিজেই বিশ্সাস করতে পারলাম
না।
.
বৃষ্টি : আজকের ওয়েদারটা খুব সুন্দর
না?
আমি : জী, আমাকে বলছেন ?
বৃষ্টি : আপনি ছাড়া কেউ আছে
নাকি এখানে?
আমি : হঠাৎ করেই হৃদস্পন্দনটা
বেড়ে গেছে।তবু নিজেকে যথেষ্ট
স্বাভাবিক রাখার চেষ্টা করে
বললাম "তা
অবশ্য ঠিক।হ্যাঁ খুব সুন্দর লাগছে
আমি : অতটা খারাপ ও লাগে না।
বৃষ্টি : বৃষ্টিতে ভিজেছেন কখনো?
আমি : না।
বৃষ্টি : ওমা!সেকি! বৃষ্টিতে
ভিজেননি কখনো আর ফুটবল
খেলেননি কখনো বৃষ্টিতে?
আমি : না।খেলিনি।
বৃষ্টি : আচ্ছা আপনি এরকম কেন?
আমিই
বক বক করছি।
আমি : আসলে কি বলব বুঝতে
পারছিনা।
বৃষ্টি : আমাকে কোথাও দেখলে
থমকে দাঁড়ান? তখন বলতে ইচ্ছা করে
কিছু ????
আমি : না মানে...
বৃষ্টি : শুনুন আমি আপনার মত গাধা
না।একটা মেয়ে ঠিক বুঝতে পারি
কি বলতে চান।
আমি : তুমি খুব সুন্দর কথা বল তো।
বৃষ্টি : তুমি? আপনি থেকে তুমি হয়ে
গেলো?
আমি : ও সরি।কিছু মনে করবেন না।
বৃষ্টি : বলতে হবে না সরি।একটা
রিক্সা ঠিক করে দিনতো।
আমি : এতো বৃষ্টি তে রিক্সা
খালি নেই তো।
বৃষ্টি : রিক্সা খালি নেই তা
আমিও দেখতে পাচ্ছি।সে জন্যই
আপনাকে বলছি।
আমি : আমি ছাতা আনিনি।
বৃষ্টি : বৃষ্টিতে ভিজেই গিয়েই
খুজেন।
আমি : আচ্ছা যাচ্ছি।
.
অনেক ঘুরে একটা রিক্সা পেলাম।
তারপর রিক্সাটা নিয়ে আসলাম।
তারপর সে উঠে গেলো। আর আমি
বৃষ্টিতে ভিজতেছিলাম।
.
কিছু দুর যাওয়ার পর আবার আমাকে
ডাক দিয়ে বললো।
বৃষ্টি : একা একা আর ভিজতে হবে
না।
আমি : তাহলে নেমে আসুন। এক
সাথে ভিজব।
বৃষ্টি : আজ আর দরকার নেই।
.
হটাৎ আমার হাতটা টান দিয়ে
রিক্সায় উঠালো । দুজন এক সাথে
রিক্সায় আছি। তখন সে(বৃষ্টি)
রিক্সার ক্যাপটা লাগিয়ে
দিচ্ছিলো। আমি বললাম থাকনা এক
সাথে ভিজব রিক্সাতেই।
.
তখন সে(বৃষ্টি) আমার হাতটা চেপে
ধরে বললো,,,,
বৃষ্টি : আজকে এই মুহুর্তে কিছু বলতে
ইচ্ছা হয় আমাকে যা প্রতিদিন
বলতে চাও ???
আমি : হুম হয়তো।
বৃষ্টি : তাহলে বলো প্লিজ।
অপেক্ষার প্রহর শেষ করো।
আমি : আমি তোমাকে খুব
ভালবাসি।
বৃষ্টি : আমি তোমাকে খুব খুব
ভালবাসি বোকাটা।(কান্নার
স্বরে)
.
আজকের বৃষ্টিটা সত্তি আমার জন্য
খুব লাকি। তাই তো রিম ঝিম বৃষ্টির
মাঝে আমার বৃষ্টি কে পেয়ে
গেলাম।
.
তাই। মনে মনে ইস্বর কে
ধন্যবাদ জানাতে থাকলাম। সে
পারে না এমন কোনো কাজ নেই।
.
আমি আমার বৃষ্টি কে পেয়ে সত্তি
খুব খুশী। সে আমাকে খুব শাসন করে।
অাবার ভাল বাসে। সে আমাকে
খুব চেন্জ করে ফেলেছে আমার
মায়ের মতো শাসন করে।
.
একদিন ছাদে দাড়িয়ে একা বৃষ্টি
তে ভিজতে ছিলাম। আমার
জানটাকে ফোন দিয়ে বললাম "আই
লাভ ইউ বৃষ্টি।আই রিয়েলি লাভ ইউ।
আই লাভ ইউ ফরইভার। আমি
তোমাকে সারা জীবন চাই।
তোমাকে খুব খুব ভাল বাসতে চাই ।
তোমার এই পাগলটা তোমাকে খুব
ভালবাসে।"
কিন্তু লক্ষী জানটা আমাকে
ভালবেসে বললো,,,,,,,,,,, ,,,,,
বৃষ্টি : আর ভিজতে হবে না ঠান্ডা
লাগবে তো। জান আর ভিজতে হবে
না তোমার বৃষ্টি তোমার কাছে
আছে তো।যাও ফ্রেস হয়ে আমাকে
ফোন দিবা। এই বৃষ্টির প্রতিটি
মুহুর্তে তোমার সাথে কথা বলবো।
আমি : আই লাভ ইউ জান।
বৃষ্টি : ওকে যাও। আই লাভ ইউ টু।
এখন
যাও।
=========
কখন
থামবে কে জানে।সন্ধ্যা ঘনিয়ে
আসছে।
একটু পর পাশে এলো একটা মেয়েটা।
আমার পাশে দাঁড়াতেই একধরনের
কেমন যেনো লাগল আমার।
.
কারন কখনও কোনো মেয়ে আমার
পাশে দাড়ায় নি।।আর জীবনে
প্রেম ও করতে পারলাম না।
মেয়েটার কে আমি চিনি। নাম
বৃষ্টি। আর আমার সাথে ই পড়ে।
দেখতে একদম স্বর্গের অপ্সরির
মতো।
.
এটা সত্যি নাকি মিথ্যা
ভাবতেছি কখনও তো পাশে কেউ
দড়ালো না।
.
হঠাৎই মেয়েটির কথা শুনে অবাক
হলাম কারন মেয়েটি কে আগেও
অনেক বার দেখেছি কিন্তু কথা
বলে নি।
কিন্তু একটু পরে যা হলো আমি
নিজেই বিশ্সাস করতে পারলাম
না।
.
বৃষ্টি : আজকের ওয়েদারটা খুব সুন্দর
না?
আমি : জী, আমাকে বলছেন ?
বৃষ্টি : আপনি ছাড়া কেউ আছে
নাকি এখানে?
আমি : হঠাৎ করেই হৃদস্পন্দনটা
বেড়ে গেছে।তবু নিজেকে যথেষ্ট
স্বাভাবিক রাখার চেষ্টা করে
বললাম "তা
অবশ্য ঠিক।হ্যাঁ খুব সুন্দর লাগছে
আমি : অতটা খারাপ ও লাগে না।
বৃষ্টি : বৃষ্টিতে ভিজেছেন কখনো?
আমি : না।
বৃষ্টি : ওমা!সেকি! বৃষ্টিতে
ভিজেননি কখনো আর ফুটবল
খেলেননি কখনো বৃষ্টিতে?
আমি : না।খেলিনি।
বৃষ্টি : আচ্ছা আপনি এরকম কেন?
আমিই
বক বক করছি।
আমি : আসলে কি বলব বুঝতে
পারছিনা।
বৃষ্টি : আমাকে কোথাও দেখলে
থমকে দাঁড়ান? তখন বলতে ইচ্ছা করে
কিছু ????
আমি : না মানে...
বৃষ্টি : শুনুন আমি আপনার মত গাধা
না।একটা মেয়ে ঠিক বুঝতে পারি
কি বলতে চান।
আমি : তুমি খুব সুন্দর কথা বল তো।
বৃষ্টি : তুমি? আপনি থেকে তুমি হয়ে
গেলো?
আমি : ও সরি।কিছু মনে করবেন না।
বৃষ্টি : বলতে হবে না সরি।একটা
রিক্সা ঠিক করে দিনতো।
আমি : এতো বৃষ্টি তে রিক্সা
খালি নেই তো।
বৃষ্টি : রিক্সা খালি নেই তা
আমিও দেখতে পাচ্ছি।সে জন্যই
আপনাকে বলছি।
আমি : আমি ছাতা আনিনি।
বৃষ্টি : বৃষ্টিতে ভিজেই গিয়েই
খুজেন।
আমি : আচ্ছা যাচ্ছি।
.
অনেক ঘুরে একটা রিক্সা পেলাম।
তারপর রিক্সাটা নিয়ে আসলাম।
তারপর সে উঠে গেলো। আর আমি
বৃষ্টিতে ভিজতেছিলাম।
.
কিছু দুর যাওয়ার পর আবার আমাকে
ডাক দিয়ে বললো।
বৃষ্টি : একা একা আর ভিজতে হবে
না।
আমি : তাহলে নেমে আসুন। এক
সাথে ভিজব।
বৃষ্টি : আজ আর দরকার নেই।
.
হটাৎ আমার হাতটা টান দিয়ে
রিক্সায় উঠালো । দুজন এক সাথে
রিক্সায় আছি। তখন সে(বৃষ্টি)
রিক্সার ক্যাপটা লাগিয়ে
দিচ্ছিলো। আমি বললাম থাকনা এক
সাথে ভিজব রিক্সাতেই।
.
তখন সে(বৃষ্টি) আমার হাতটা চেপে
ধরে বললো,,,,
বৃষ্টি : আজকে এই মুহুর্তে কিছু বলতে
ইচ্ছা হয় আমাকে যা প্রতিদিন
বলতে চাও ???
আমি : হুম হয়তো।
বৃষ্টি : তাহলে বলো প্লিজ।
অপেক্ষার প্রহর শেষ করো।
আমি : আমি তোমাকে খুব
ভালবাসি।
বৃষ্টি : আমি তোমাকে খুব খুব
ভালবাসি বোকাটা।(কান্নার
স্বরে)
.
আজকের বৃষ্টিটা সত্তি আমার জন্য
খুব লাকি। তাই তো রিম ঝিম বৃষ্টির
মাঝে আমার বৃষ্টি কে পেয়ে
গেলাম।
.
তাই। মনে মনে ইস্বর কে
ধন্যবাদ জানাতে থাকলাম। সে
পারে না এমন কোনো কাজ নেই।
.
আমি আমার বৃষ্টি কে পেয়ে সত্তি
খুব খুশী। সে আমাকে খুব শাসন করে।
অাবার ভাল বাসে। সে আমাকে
খুব চেন্জ করে ফেলেছে আমার
মায়ের মতো শাসন করে।
.
একদিন ছাদে দাড়িয়ে একা বৃষ্টি
তে ভিজতে ছিলাম। আমার
জানটাকে ফোন দিয়ে বললাম "আই
লাভ ইউ বৃষ্টি।আই রিয়েলি লাভ ইউ।
আই লাভ ইউ ফরইভার। আমি
তোমাকে সারা জীবন চাই।
তোমাকে খুব খুব ভাল বাসতে চাই ।
তোমার এই পাগলটা তোমাকে খুব
ভালবাসে।"
কিন্তু লক্ষী জানটা আমাকে
ভালবেসে বললো,,,,,,,,,,, ,,,,,
বৃষ্টি : আর ভিজতে হবে না ঠান্ডা
লাগবে তো। জান আর ভিজতে হবে
না তোমার বৃষ্টি তোমার কাছে
আছে তো।যাও ফ্রেস হয়ে আমাকে
ফোন দিবা। এই বৃষ্টির প্রতিটি
মুহুর্তে তোমার সাথে কথা বলবো।
আমি : আই লাভ ইউ জান।
বৃষ্টি : ওকে যাও। আই লাভ ইউ টু।
এখন
যাও।
=========
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন