পরিচয়টা বেশি দিনের না,,
এর মধ্যেই হৃদয়ের উপর দুর্বলতা অনুভব করছে অনু।
এইত কয়েকদিন আগের কথা,,এই ফেসবুক নামক সাদাকালো জগত থেকেই মাসখানেক আগে হৃদয় আর অনুর পরিচয়,তেমন কারো সাথে কথা না হলেও হৃদয়ের সাথে টুকটাক কথা হতে হতে বন্ধুত্যে গড়ায় হৃদয় অনু'র কথাবার্তা।
স্বাভাবিক নিয়মেই কেউ কাউকে দেখা হয়ে ওঠেনি,,,কিন্তু তবু,,,ভালবাসা আর মনের টান,অনেকটা চুম্বকের মত আকর্ষিত করে নেয় বীপরিত দিককে।
তেমন করেই হয়ত অনুর মনেও হৃদয় আর হৃদয়এর মাঝে সেই আকর্ষণ এসে যায়।মাসখানেক সময় অতিক্রম করার পর প্রবল আকর্ষনে ঠিকই তারা খুব কাছাকাছি এসে পড়ে,,হৃদয় অনুর সম্পর্ক চলে যায় ভালবাসায়।
উল্লেখ্য ব্যাপার যে,এই সময়টা পর্যন্ত তাদের ফেস দেখা হয়না।
চলতে থাকে সম্পর্ক মিস্টি মধুর সম্পর্ক।
>>
প্রায় মাস দশেক পর,,,
বাধ আসে অজানা এক কারন এসে।
দিনকে দিন এদের মাঝে দুরত্ব হতে থাকে,,,কিন্তু না,কেউ অন্য কাউকে পেতে নয়,সাধারনত কথা হতে থাকে।
কিন্তু সেই হাসি+দুস্টামি+জোশ নাই সম্পর্কে।ভালবাসার অভাব কি আর কিছুতে পুর্ন হয়?অভাবনীয় যন্ত্রনায় পুড়তে থাকে অনু।
>>>>
দুরত্ব বাড়তে থাকবে? কাছে আসবে?
জানা নাই,
হয়ত গল্প বড় না কাহীনি ছোট,,
একটু ভাবুনতো,প্রিয় জনের থেকে অবহেলায় কেমন অসহায়ের মত ছটফট করতে থাকা মনের উপর কি নিয়ন্ত্রণ করা যায়??
সাদা কাগজে দাগ পড়লে মুছা যায়না,
মুছতে পারলেও জলছাপ চলে যায়না।
তেমনি মনের খাতার একমাত্র পৃষ্টায় যে নাম লিখা হয় তা কি আজিবনে ভোলা যায়??
চোখের জল নাহয় মুছে দেয়া যায় কিন্তু মনের ভেতর হাহাকার শুন্যতা কি মুছে ফেলা যায়?
আপন মানুষটা ধীরে ধীরে চলে যায় দুরে,
এপারে থাকা অনুর মত হাজারও ভালবাসার কস্ট পুষে চলেছে মন।
যে মানুষটার অপেক্ষায় থাকা মেয়েটা তিলে তিলে পুড়ছে,হয়ত সে একদিন বুঝবে অনুর ভালবাসা তার জীবনে কতটা প্রভাব পড়েছিল
একদিন সে হয়ত পাগল হয়ে খুঁজবে কিন্তু ততক্ষনে হয়ত অবহেলা অনাদর ছলনার শিকার মেয়েটা তার
বাম হাতে চোখের বাকি জলটুকু মুছে নিয়ে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুয়ে পরেছে ভালবাসা বিহীন রাজ্যে,,,
ভালবাসা সত্য,ভালবাসা পবিত্র,,
সম্মান দিন,ভাল রাখুন ভালবাসার মানুষকে,
ভালবাসা আপনারে ভাল রাখবে।
ভালবাসুন,ভাল থাকুন,,,
এর মধ্যেই হৃদয়ের উপর দুর্বলতা অনুভব করছে অনু।
এইত কয়েকদিন আগের কথা,,এই ফেসবুক নামক সাদাকালো জগত থেকেই মাসখানেক আগে হৃদয় আর অনুর পরিচয়,তেমন কারো সাথে কথা না হলেও হৃদয়ের সাথে টুকটাক কথা হতে হতে বন্ধুত্যে গড়ায় হৃদয় অনু'র কথাবার্তা।
স্বাভাবিক নিয়মেই কেউ কাউকে দেখা হয়ে ওঠেনি,,,কিন্তু তবু,,,ভালবাসা আর মনের টান,অনেকটা চুম্বকের মত আকর্ষিত করে নেয় বীপরিত দিককে।
তেমন করেই হয়ত অনুর মনেও হৃদয় আর হৃদয়এর মাঝে সেই আকর্ষণ এসে যায়।মাসখানেক সময় অতিক্রম করার পর প্রবল আকর্ষনে ঠিকই তারা খুব কাছাকাছি এসে পড়ে,,হৃদয় অনুর সম্পর্ক চলে যায় ভালবাসায়।
উল্লেখ্য ব্যাপার যে,এই সময়টা পর্যন্ত তাদের ফেস দেখা হয়না।
চলতে থাকে সম্পর্ক মিস্টি মধুর সম্পর্ক।
>>
প্রায় মাস দশেক পর,,,
বাধ আসে অজানা এক কারন এসে।
দিনকে দিন এদের মাঝে দুরত্ব হতে থাকে,,,কিন্তু না,কেউ অন্য কাউকে পেতে নয়,সাধারনত কথা হতে থাকে।
কিন্তু সেই হাসি+দুস্টামি+জোশ নাই সম্পর্কে।ভালবাসার অভাব কি আর কিছুতে পুর্ন হয়?অভাবনীয় যন্ত্রনায় পুড়তে থাকে অনু।
>>>>
দুরত্ব বাড়তে থাকবে? কাছে আসবে?
জানা নাই,
হয়ত গল্প বড় না কাহীনি ছোট,,
একটু ভাবুনতো,প্রিয় জনের থেকে অবহেলায় কেমন অসহায়ের মত ছটফট করতে থাকা মনের উপর কি নিয়ন্ত্রণ করা যায়??
সাদা কাগজে দাগ পড়লে মুছা যায়না,
মুছতে পারলেও জলছাপ চলে যায়না।
তেমনি মনের খাতার একমাত্র পৃষ্টায় যে নাম লিখা হয় তা কি আজিবনে ভোলা যায়??
চোখের জল নাহয় মুছে দেয়া যায় কিন্তু মনের ভেতর হাহাকার শুন্যতা কি মুছে ফেলা যায়?
আপন মানুষটা ধীরে ধীরে চলে যায় দুরে,
এপারে থাকা অনুর মত হাজারও ভালবাসার কস্ট পুষে চলেছে মন।
যে মানুষটার অপেক্ষায় থাকা মেয়েটা তিলে তিলে পুড়ছে,হয়ত সে একদিন বুঝবে অনুর ভালবাসা তার জীবনে কতটা প্রভাব পড়েছিল
একদিন সে হয়ত পাগল হয়ে খুঁজবে কিন্তু ততক্ষনে হয়ত অবহেলা অনাদর ছলনার শিকার মেয়েটা তার
বাম হাতে চোখের বাকি জলটুকু মুছে নিয়ে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুয়ে পরেছে ভালবাসা বিহীন রাজ্যে,,,
ভালবাসা সত্য,ভালবাসা পবিত্র,,
সম্মান দিন,ভাল রাখুন ভালবাসার মানুষকে,
ভালবাসা আপনারে ভাল রাখবে।
ভালবাসুন,ভাল থাকুন,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন