--কেন এমন করলা বলো??
--সরি রিদিতা।
--আমার চোখের জলের মূল্য দিতে পারবে তুমি বলো? (চিৎকার দিয়ে)
--আমার কিছু করার ছিল না।
--আমি মরেই যাবো। আলভি।
--এখন আমি কি করতে পারি বলো?
--কিছু করতে হবে না, যা কিছু করার আমিই করবো।
--আরে শোনো?
--(হন হন করে কাদতে কাদতে চলে গেল, রিদিতা)
|
[[রিদিতা মেয়ে টি খুব অভিমানী, তাছাড়া কারো সাথে বেশি কথাও বলে না। এই তো ভার্সিটি তে শুধুই মেয়ে বন্ধুদের সাথেই চলে সে, কোনো ছেলে বন্ধু নেই তার। যেহেতু রিদিতা দেখতে অপ্সরীদের মত। তাই ভার্সিটির প্রথম দিক থেকেই ছেলেরা অনেকেই চান্স নিতে চেয়েছে। কিন্তু পারে নি।]]
•
[[এদিকে আলভির বন্ধুরা সবাই কলেজে আড্ডা দিতেছে,, এমন সময় রিদিতাকে নিয়ে কথা উঠলো, যে রিদিতার মনে প্রেম জাগাতে পারবে, তাকে ৫ হাজার টাকা দেয়া হবে। আর সেটাই অালভি করলো, রিদিতার সাথে প্রেমের অভিনয় করেছে। কিন্তু রিদিতা আলভি কে সত্তি কারের ভালো বেসে ফেলছে। কিন্তু আলভির জন্য সেটা কখনওই ভালবাসা ছিল না। শুধু মাত্রই ছিল একটা **ডিল** ।]]
•
[[এদিকে আলভিও যখন রিদিতাকে ছাড়া একা হয়ে গেল, তখন সে তার ভাল বাসার মানুষটির মর্ম বুঝতে পারল। কিন্তু রিদিতার কাছে কোন মুখে যাবে আবার সে তাই। নিজের মতই রয়ে গেল। এদিকে রিদিতা আজ সপ্তাহ খানিক ধরে কোনো যোগাযোগ করে নি আলভির সাথে। হয়তবা অভিমান করেই]]
•
[[কিন্তু রিদিতা সত্তি আলভি কে খুব ভালবাসত। তাই এত এতকিছুর পরও অভিমান ভেঙ্গে আলভি কে ফোন দিল]]
•
--কেমন আছো? (কান্না সুরে রিদিতা)
--আরে কাদতেছ কেন তুমি?
--প্লিজ একটু দেখা করতে পারবা?
--আজকে? আচ্ছা কখন?
--এই তো বিকেলে সেই জায়গায়, ভ্যালেন্টাইনে যেখানে আমি তোমার কাধে মাথা দিকে বসেছিলাম।
--আচ্ছা ঠিক আছে।
--আসবা কিন্তু প্লিজ।(কান্না স্বরে)
--আচ্ছা আসব, এখন কান্না বন্ধ করো প্লিজ।
--আচ্ছা। ঠিক আছে।
•
[[অতপর বিকেলে সেই জায়গাটায় ওরা দুজন দেখা
করতে গেল। রিদিতি এখনও কাদতেছে। ]]
•
--আলভি আমি এই শহর ছেড়ে চলে যাবো,তাই শেষ বারের মত তোমাকে দেখার জন্য এসেছি।
--কেন যাবে?
--এমনি, তোমার প্রিয় রংয়ের পান্জাবী, আর এই গোলাপ গুলো এনেছি। এই গুলো তোমার কাছে থাকলে হয় একটুও মনে করবে আমায়। যখন না থাকব।
--যদি যেতে না দেই? তোমায়?
--কোন বাধনে বেধে রাখবে?তুমি?
--ভালবাসার বন্ধনে বাধব তোমায়।
--কিন্তু তুমি কখনও তো ভালবাসো নি আমায়,শুধুই
অভিনয় ছিল সব।
--এখন থেকে শুধু তোমায় ভালবাসব।
--সত্তি?
--হ্যা সত্তি সত্তি সত্তি।(আলভি)
--আর কখনও যদি বলও যে অভিনয় করছো, তাহল কিন্তু
মরেই যাব।
--না কখনওই বলব না।
--আই লাভ ইউ অালভি। (বলেই অালভিকে জড়িয়ে
ধরে কাদতে লাগল)
--আহারে, থাক পাগলী টা কান্না না।
--হি হি হি। আমি তোমার না বাবুনি হই?
--ওহ হ্যা তাই তো। ইয়ে মানে ভুলে গিয়েছিলাম।
--আর কখনও ভুলবানা। আর হ্যা আমি যা বলব শুনবা।
--আচ্ছা। নীল পরীটা।
--এই পান্জাবীটা পড়ে কাল আসবা আমরা ঘুরতে
যাবো, ওকে?
--আচ্ছা পাগলী মেয়ে।
••
[[অবশেষে দুজনে পার্কের একটি বেন্চে বসেছে, হটাৎ
আলভির কাধে মাথা রেখে চোখ বুজে আছে পাগলীটা। কেউ কিছু বলছেনা, চুপ করে রয়েছে শুধু]]
অবশেষে,,,
••
--এই পাগলী চুপ করে আছো কেন?
--তোমার কাধে মাথা রাখতে আমার খুব ভাল
লাগে। কারন তোমাকে খুব ভালবাসি।
--হুম আমিও।
--কি?
--খুব ভালবাসি তোমায়।
--হি হি হি আমিও।
●
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন