শনিবার, ২২ জুলাই, ২০১৭

অলস প্রেমের অদৃশ্য ভালবাসা

‘কলেজ ছুটি হয়েছে, আমি হোস্টেলের কক্ষে ফিরতেছি। কিন্তু হঠাৎ একটা মেয়ে পিছুডাক দিল। তাকিয়ে দেখি নীলিমা আপু।’’
.
‘‘সে আমার থেকে কিছুটা সিনিয়র হবে হয়ত। আমি অনার্স ২য় বর্ষের ইংলিশ বিভাগের ছাত্র। আর নীলিমা আপু বি.এস.সি ৩য় বর্ষের ফিজিক্সের ছাত্রী। তাই সিনিয়র সম্মানার্থে তাকে আপু বলেই ডাকি।’’
.
জ্বি আপু কিছু বলবেন?
.
●নীলিমা আপু আমাকে বললো...
-- I loved you?
-- What? You love, that good things. তবে এটা আমাকে বলছেন কেন?
-- কেননা আমি তোমাকে ভালবাসি।
-- ও তাই নাকি? So listen to me, My heart only for Allah. So, I love Allah and you are my sister. (হুজুর ফ্যাক্ট)
-- She said the feeling of cray & tell me Sorry Brother...
.
‘‘আমি কোন কথা না বলে চলে গেলাম। যত্তসব অভাগার দল।’’
.
●দু’দিন পর কলেজের উঠানে...
নীলিমা বললো, এই তাহসিন তুমি কই যাও?
‘‘অধ্যক্ষ রুমে যাচ্ছি। ৬দিনের ছুটি নিতে হবে, আম্মু বাসায় ডেকেছে।’’
.
নীলিমা বললো, ‘‘আচ্ছা কাউকে ভালবাসা কি পাপ? কি অপরাধ করেছি যে আমাকে কাকতালীয় ভাবে ফিরে দিলে?’’
.
-- আসলে আপনি হচ্ছেন আমার থেকে ১বছরের সিনিয়র। আপনার সাথে আমার প্রেম করা কি শোভা পায়?
-- ধুর মিয়া। আজ বিয়ে হলে কালকেই বাচ্চার বাপ হয়ে যাবি, আবার কি না!
-- তাই নাকি! তো প্রেম না বিয়ে করেন যান।
-- আসলেই তুমি একটা পাগল। বিয়ে করার জন্যেইতো প্রেম করতে এসেছি।
-- ইই, শখ কত? ইনকাম করি না এক পঁয়সা আর আপনারে করমু বিয়ে? যান, যান গো-ভাগারে গিয়ে মরেণ।
-- আমি মরলে তুমি ঠিক থাকতে পারবে তো?
-- ধৃৎ, আপনি এখান থেকে যাবেন! বলছি না সোজা পথ দেখেন। গায়ে কথা লাগে না বুঝি? যত্তসব!
-- ও আচ্ছা; ইহ, রাগ কত?
.
[আসলে তাহসিনকে রাগালে নীলিমা একটু বেশিই আনন্দ পায়। কিন্তু আজকের রাগটা সিরিয়াসলি অন্য ব্যাপারে।]
.
●তাহসিন বাসায় ফিরেছে...
‘‘কিন্তু বাড়িতে এসে তার মায়ের মুখে হঠাৎ বিয়ের কথা শুনে সে অবাক!’’
.
-- আম্মু, আমি লেখাপড়া শেষ করে চাকরির পর বিয়ে করমু। এখন কিসের বিয়ে? বউরে খাওয়ামু কি? স্নো, পাইডার, ময়দা, ভূষি কেডা কিইন্যা দিবে?
-- চুপ কর হারামজাদা! বিয়ে করে বাড়িতে রাক্ষুসী নয় বউমা আসবে।
-- কিন্তু আম্মু, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে?
-- এ বেটা কয় কি রে? আর এক বছর পর অনার্স পাস করবে। এখনো নাকি বিয়েরই বয়স হয়নি! দেখ বাবা; আমাকে বাড়িতে একাকীত্ব ভাল লাগে না। এবার যদি একটু অনুগ্রহ করতিস।
-- তাইলে আর কি করার তুমি যেইটা ভাল মনে কর। তবে একাকীত্ব দূর করতে যেয়ে বাংলা সিনেমার শাশুরী বউয়ের ঝগড়ার মতো যেন হয়।
-- তুই বেটা আসলেই একটা উজবুক। তোর মা ঐরকম একটা ঝগড়াটে মেয়ে বাড়িতে আনবে; তুই কিভাবে ভাবতে পারিস? ও কত সুন্দর একটা শান্ত/নম্র মেয়ে।
-- কত সুন্দর শান্ত মেয়ে মানে? কি সব বলতেছ আম্মু?
-- আরে যা, গোসল করে তৈরি হয়ে নে তারাতারি; মেয়ে দেখতে যাবি না?
-- কী আমি কেন যাব? তোমাদের পছন্দ হলেই যথেষ্ট। ফোনে বলে দাও যে, কালকেই বিয়ে হতে যাচ্ছে।
.
●অতঃপর বিয়ে ও বিয়ের ১ম রাত্রি...
‘‘আজ সত্যি আমি নিজ রুমে ঢুকতেও বেশ ভয় পাচ্ছি। একটা অপরিচিত অচেনা মেয়েকে কিভাবে আপন করিয়ে নিব? তার সাথে কিভাবে কথা বলব? এই রকম চিন্তা করতে করতে রুমে প্রবেশ করলাম।
.
‘‘মেয়েটা একটা বড় মাপের পট্টি দিয়ে মাথা থেকে মুখ্যদ্বয় পর্যন্ত সমস্ত শরীর আবদ্ধ করে খাটে বসে আছে। দেখেইতো মনে হচ্ছে অপূর্ব স্বর্গের ললিতার মত।’’
.
‘‘আমি সালাম দিয়ে কক্ষে প্রবেশ করলাম। সে সালামের উত্তর দেওয়াতে কণ্ঠটা বেশ পরিচিত লাগছে।
.
আমি আস্তে করে তার কাছে গিয়ে কাপড়টি মুখ থেকে সরিয়েই অবাক! এই নীলিমা এখানে কেন? মুখ ফিরিয়ে ঘর থেকে বের হতে যাব, ঠিক ঐ সময়ে নীলিমা আমার হাতটা শক্ত করে ধরল।’’
.
-- কি কোথায় যাবে? এই ছুরিটা দেখেছ নিশ্চয়ই? এক্কেবারে খুন করে ফেলবো।
-- আপনার সামনেইতো আছি খুন করুন আমাকে।
-- তোমাকে খুন করব কেন?
‘‘এই বলে ছুরিটা সে নিজের গলায় ধরেছে। আমি তার হাত থেকে ছুরিটা কেরে নিয়ে বললাম, বিয়ে যখন করেই ফেলছি তাইলে আর কি করার।’’
.
-- এখন আমি ঘুমাইলাম। পারলে ঘুমান কিংবা ওখানেই বসে থাকুন।
-- আজকে কিসের ঘুম? কোন প্রকার ঘুম চলবে না, সারা রাত শুধু গল্পই চলবে।
-- ঠিক আছে আপনি গল্প করুন আমি ঘুমাই, কেমন?
-- এই তুমি এই রকম কর কেন? আমি কি দেখতে অসুন্দর, খারাপ?
-- আচ্ছা বলুনতো এই নাটকটা কে সাজিয়েছে?
-- কোন নাটক?
-- ঐ যে ভার্সিটিতে আপনি আমার সাথে প্রেম করার জন্য উঠেপরে লেগেছিলেন। এখন আবার বধু সেজেছেন।
-- আমি কি করব বল? সবইতো তোমার আম্মুই করেছে। আমাকে যা বলেছে আমি তাই করেছি। বিশ্বাস কর তোমার ভালবাসা পাওয়ার জন্যই এসব করেছি।
.
‘‘রাগ কারে বলে, যাহ শালা সবই ধান্দাবাজ। নিশ্চুপ হয়ে ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম। কিন্তু কখন যে ঘুম ধরেছে নিজেও জানি না।’’
‘‘হঠাৎ ঘুম ভাঙ্গলো কান্নার আওয়াজ শুনে। জেগে দেখি নীলিমা অঝর নয়নে অবিরাম কাঁদছে। ঘড়িতে তাকিয় দেখি 3:40AM বেজেছে।’’
-- বিধি তুমি কাঁদছো কেন? ঘুমাওনি কেন? ‘নিশ্চুপ, তবে অশ্রু ঝরছেই’। প্লিজ কান্না বন্ধ করো।
‘আমার মুখে তুমি ডাকটি শুনে তার স্বস্তি ফিরেছে’।
‘‘এবার আমি তার কপালে মিষ্টি একটা চুমু একেঁ দিয়ে বল্লাম, চলো অযু করে তাহাজ্জুতের নামাজ পড়ি....
.
‘‘নীলিমা মিষ্টি মৃদ্যু হাসি দিয়ে তাহসিনকে জড়িয়ে ধরে বলছে, হে বিধাতা তুমি আমার স্বপ্নকে পূরণ করেছ, ধন্যবাদ তোমাক প্রভূ।’’
.
‘‘অলস প্রেমের অদৃশ্য ভালবাসার ইন্দ্রজালে তাহসিনের নেত্রপল্লব থেকে মনের অজান্তেই নীলিমার কাধে অপ্লাবিত অশ্রু ঝরছে।’’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন