মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

"ভালবাসা"

অনু এবং আদি।তারা দুই জন দুই জন কে পাগলের মত ভালবাসে।তারা কখনই কেও কাও কে হারাতে চাই না। আদি অনু কে ক্লাস 6 থেকে পছন্দ করত।কিন্তু কখনই মুখ ফুটে বলতে পারে নি যে সে অনু কে ভালবাসে কারন যদি অনু এই কথা টা জানার পর আদির সাথে কথা না বলে,যদি তাদের বন্ধুত্ব টা শেষ হয়ে যাই এই ভয়ে। তারপর,প্রায় 2 বছর এই ভাবে যাওয়ার পর তারা 2 জন ক্লাস 8 এ উঠলো।তারা তখন একই স্যার এর কাছে পরতো।জে এস সি পরিক্ষা দেয়ার পর আদি জানতে পারল যে অনু এক টা ফেসবুক আইডি খুলেছে।আদি সাথে সাথে অনুর আইডি তে রিকুয়েস্ট পাঠাই। সন্ধার দিকে আদি তার ফেসবুক এ লগ ইন করে দেখে যে এক টা নোটিফিকেশন এসে রয়েছে।নোটিফিকেশন. টা চেক করে দেখে যে অনু তার রিকুয়েস্ট টা এক্সেপ্ট করেছে। তারপর তাদের কথা চলতে থাকে। এই ভাবে 2-3 দিন গভীর রাত পযন্ত তাদের অনেক কথা হতে থাকে।একদিন অনু আদি কে জিজ্ঞাসা করল যে আদি কি কোনো মেয়ে কে পছন্দ করে করে কিনা,আদি তো অনুর কথা গুলা দেখেও না দেখার ভান করে রয়েছে।আদি উত্তর দিচ্ছে না দেখে অনু আদি কে জোর করে।আদি অন্য কোনো দিক না ভেবে অনু কে বলে দেয় যে সে অনু কে ভালবাসে,খুব ভালবাসে।এই মেসেজ টা আদি অনু কে সেন্ড করে অনু মেসেজ টা সিন করে রেখে দেয়।আদি দেখল যে অনু তার মেসেজ টা দেখেছে।তারপর হটাৎ দেখে যে অনু ফেসবুক থেকে চলে গেসে।আদি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ছিল।আদি মনে করে ছিল যে অনু তার অপর রাগ করেছে।এই ভাবে কিছু আজগুবি চিন্তা মাথাই আসলো আদির।তারপর দেখল যে অনু রিপ্লাই দিছে যে,দেখ আদি আমি তোকে কখনই ভালবাস তে পারব না।কারন আমি আর তুই সেম ক্লাস এ পড়ি আর আমাদের বয়স ও একই।আমরা যদি রিলেশন শুরু করি তাহলে আমাদের এই রিলেশন. টা আমাদের ফ‍্যামিলির কেউই মানবে না।উল্টে আর ও অনেক প্রব্লেম ক্রিয়েট হবে।এই ভাবে অনেক কিছু বলতে লাগল অনু আদিকে।কিন্তু আদি শুধু এক টা রিপ্লাই দিচ্ছিলো যে "আমি তোমাকে ভালবাসি,খুব ভালবাসি" এই ভাবে চলতে থাকল অনেক কথা।তারপর অনু বলল যে আমি তোর সাথে দেখা করতে চাই।আদি বললো ঠিক আছে কবে দেখা করবি বল?অনু বললো 23 ডিসেম্বর সন্ধার সময় নদীর ধারে।আদি বললো আচ্ছা।তারা 2 জন দেখা করল আদি অনু কে অনেক কিছু বলেছে।অনেক ভাবে বুঝিয়েছে তার ভালবাসার কথা । অবশেষে অনু আদির ভালবাসার কথা টা বুঝতে পারে।এবং সেদিন আদিকে অনু মুখ ফুটে বলে যে আই লাভ ইউ।এই ভাবে তাদের সম্পর্ক শুরু হই।তারপর ক্লাস 9 পার হয় অনেক মজার সাথে।কিন্তু ক্লাস 10 এ উঠার পর থেকেয় অনু কেমন যেন পাল্টে যাই। সে নাকি আদি কে ভালবাস্ তে পারবে না আর।আদি খুব কষ্ট পাই এই কথা টা শোনার পর।কিন্তু আদির কষ্ট টা অনু না বুঝে একদিন বলে দিল যে আমাদের রিলেশন ব্রেক আপ।আদি খুব কষ্ট পাই।খুব কান্না করে এটা শুনার পর।কুরবানি ঈদ ছিল তার ঠিক 2 দিন পর।আদি এই ঈদ টা খুব কষ্ট করে কাটিয়েছে।সারাদিন এক টি বারের জন্য ও হাসে নি।ঈদ এর দিন সন্ধার দিকে আদি অনু কে ফোন দিল অনু কথা বলবে না বলছিল কিন্তু আদি জোর করাতে অনু ফোন ধরে আদিকে যা নয় তাই বলে অপমান করল।আদি মন খারাপ করে বসে ছিল সেটা দেখে আদির বন্ধু গুলা আদি কে জিজ্ঞাসা করল যে কি হয়েছে?কিন্তু আদি কোনো উত্তর না দিয়ে কান্না সুরু করল।তার বন্ধু রা তাকে সান্তনা দিয়ে কান্না থামিয়ে বাসাই পউছে দিয়ে গেল।আদি বাসাই এসে রাতে অনু কে ফেসবুক এ মেসেজ দিল অনু তখন ও বললো যে সে নাকি আর আদিকে ভালবাসে নাহ।আদি অনুর অপর অভিমান করে বলেছিল যে ঠিক আছে ব্রেক আপ।কিন্তু আদি জানতো যে অনু এটা মন থেকে করছে না।তাই সে অনু কে দেখিয়ে দেখিয়ে অন্য এক টা মেয়ের সাথে প্রেম এর অভিনই করে এবং অনু আদির এই প্রেম এর কথা টা জানার পর খুব কান্না করে ছিল।অনু তার বেস্ট ফ্রেন্ড সেনভা কে এই সব কিছু বলে।সেনভা আদি কে বলে।এবং আদি সেনভা কে সব কিছু খুলে বলে,যে সে কি কারনে এই অভিনই টা করে অনুকে কষ্ট দিতে চেয়েছিল।সেনভাকে দেয়া এই মেসেজ টা অনু দেখে ফেলে সেনভার আইডি থেকে।অনু শিকার করে তার ভুলের কথা এবং আদির কাছে ক্ষমা চাই,অতঃপর আদিও ক্ষমা চাই অনুর কাছে তা কে কষ্ট দেয়ার জন্য। তারপর থেকেই আবার শুরু হয় আদি আর অনুর পুরানো ভালবাসার নতুন অধ্যায়।নতুন সুচনা হয় তাদের ভালবাসার মধুর সম্পর্কের।
সত্যি কারের ভালবাসা গুলা এমনই হয়,শত বাধা বিপত্তি পেরিয়েও আবার এক হয়ে মিলে যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন