"আবির,বাবা আমার বিয়ে ঠিক
করেছেন ।।।"
খানিকটা কষ্টের সুরে বলল বৃষ্টি
।।
বৃষ্টি আর আমার বন্ধুত্ব প্রায় দুই
বছরের ।।
আজ সকালে বৃষ্টি আমাকে ফোন
দিয়ে বলল
বিকেলে পার্কে দেখা করতে
।।। সে আবার
বলতে শুরু করল
-বাবার এক দূর সম্পর্কের
আত্মীয়ের ছেলের
সাথে বিয়ে ঠিক করেছেন ।।
ছেলে সফটওয়্যার
ইঞ্জিনিয়ার ।।
আমি চুপ করে ওর কথা শুনছিলাম ।।
আমার
চুপ করে থাকা দেখে সে
রাগান্বিত হয়ে বলল
-তুমি কিছু বলছনা কেন ??
সারাজীবন কি
এভাবে চুপচাপ থাকবে ??
আমি চুপ করে রইলাম আর ভাবতে
লাগলাম
দুই বছর আগের কথা ।।তখন আমি
জাতীয়
বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ২য়
বর্ষে পড়ি ।।
কলেজের অফিসে একটা কাজে
গিয়েছিলাম ।।
বের হওয়ার সময় একটা মেয়েকে
দেখলাম ।।
মেয়েটাকে দেখে আমি অবাক
হয়ে যায় ।।
মেয়েটার গায়ের রং ছিল
শ্যামলা কিন্তু
চেহারায় অসাধারণ মায়া ছিল
।। মেয়েটাই
ছিল বৃষ্টি ।। অনেক কষ্টে
নিজেকে সামলে
নিয়েছিলাম কারণ আমি
ছিলাম মধ্যবিত্ত
পরিবারের সন্তান ।। বাবা
অনেক কষ্টে
সংসার চালাতেন ।। তাই আমি
কোনদিন
এসব প্রেম নিয়ে ভাবিনি ।।
আমি অনেকটাই
চুপচাপ রকমের ছেলে ছিলাম ।।
তাই বন্ধুর
পরিমাণও ছিল কম ।। কয়েকদিন পর
কলেজে
পরীক্ষার টাকা দিতে গেলাম
।। সেদিন খুব
বৃষ্টি হচ্ছিল ।। টাকা দিয়ে
অফিস থেকে বের
হয়ে দেখলাম একটা মেয়ে
বৃষ্টিতে ভিজছে ।।
লক্ষ্য করে দেখলাম মেয়েটা আর
কেউ নই
বৃষ্টি ।। ওকে দেখে মনে হচ্ছে এক
মায়াবী
পরী ।। আমি মুগ্ধ নয়নে ওর দিকে
তাকিয়ে
ছিলাম ।।ও আমার এভাবে
তাকিয়ে থাকা
দেখে লজ্জা পেয়ে চলে গেল ।।
পরদিন
ক্যান্টিনে বসে চা পান
করছিলাম তখন বৃষ্টি
আমার সামনে এসে বসল আর বলল
-আপনি কাল আমার দিকে
এভাবে তাকিয়ে
ছিলেন কেন ??
আমি ওর কথার উত্তর না দিয়ে চা
পান
করতে লাগলাম ।। সে কিছুটা
রেগে গিয়ে বলল
-আপনি মেয়ে দেখতে পারেন
কিন্তু কথা
বলতে পারেন না?? আপনি কি
বোবা ??
আমি কিছু না বলে সেখান
থেকে চলে
আসলাম ।। পরদিন আবার বৃষ্টির
সাথে দেখা
।। সে আমার সামনে এসে দাঁড়াল
।। আমি
চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে
বলল
-আচ্ছা আমি কি ভূত নাকি যে
আমার সাথে
কথা বলছেন না ??
-আপনি ভূত কেন হবেন আপনি তো
মায়াবি
পরী ।।
সে আমার কথা শুনে হাসতে
লাগলো ।। ওর
হাসিটাও খুব সুন্দর ।।সে হাসি
থামিয়ে বলল
-আপনি তাহলে কথা বলতে
পারেন ।। আচ্ছা
আপনার পরিচয়টা জানা হলো
না ।। আমি
বৃষ্টি আর আপনি ???
-আমি আবির ।।
-আচ্ছা আপনি কি কম কথা বলেন ??
-আসলে প্রয়োজন ছাড়া কথা
বলতে আমার
ভালো লাগে না ।।
-ওওও ।। আচ্ছা আমরা কি বন্ধু হতে
পারি ??
-যদি আপনি চান ।। (কিছুক্ষণ
ভেবে )
-তাহলে আজ থেকে আমরা বন্ধু ।।
সেই থেকে বৃষ্টির সাথে আমার
বন্ধুত্ব শুরু
।।ধীরে ধীরে বৃষ্টি আমার
জায়গা করতে
লাগলো ।। আমি ধীরে ধীরে
বুঝতে পারি
বৃষ্টিও আমাকে ভালোবাসে ।।
কিন্তু আমি যে মধ্যবিত্ত
পরিবারের ছেলে ।। এসব
ভালোবাসার জন্য
আমার কোনো সামর্থ্য ছিল না ।।
তাই আমি
শুধু বন্ধুত্ব করে গেছি ।।
বৃষ্টির ডাকে আমার ভাবনার
ছেদ পড়ল ।।
-কি হল ?? আচ্ছা তুমি কি আমাকে
কখনও
ভালোবাসোনি ??
আমরা মধ্যবিত্তরা সবকিছু পাই
না ।।ওকে বিয়ে
করে আমি কিছুই দিতে পারবো
না আর আমি
এখন ওকে বিয়ে করতে পারবো
না ।। নিজের
পায়ে দাঁড়িয়ে পরিবারের
দূরাবস্তা দূর করতে হবে
।। তাই আমাকে আজ আমার
ভালোবাসার
বিসর্জন দিতে হবে ।। আমি ওকে
বললাম
-আমি তোমাকে কখনো
ভালোবাসিনি ।। আমি
শুধু তোমাকে ভালো বন্ধু
ভেবেছি ।।
আমার কথা শুনে সে আমার
দিকে তাকালো ।।
ওর চোখ দুটো টলমল করছে ।। সে
আমাকে
বলল
- তুমি সত্যিই আমাকে কখনও
ভালোবাসোনি ??
আমি মুচকি হেসে বললাম
-আমি কি কখনো তোমাকে
মিথ্যা বলেছি ।।
সে কান্নাজড়িত কণ্ঠে ভালো
থেকো বলে চলে
গেল ।। ওর চলে যাওয়ার সাথে
সাথে আমার
ভালোবাসাও শেষ হয়ে গেল ।।
হয়তো আমার
চোখ থেকেও কয়েক ফোঁটা
পানি গড়িয়ে পড়ল ।।
না,আমার দুর্বল হওয়া চলবে না ।।
আমাকে যে
কঠোর হতে হবে ।। পরিবারের
হাল ধরতে হবে
।।
আমি এখন হাঁটছি ।। আশেপাশের
মসজিদ থেকে
আযানের ধ্বনি শুনা যাচ্ছে ।।
আচ্ছা বৃষ্টি কি
কখনো জানতে পারবে তার
প্রতি আমার
ভালোবাসার কথা ?? থাক না
কিছু কথা অজানা
।। আমি এখনও হাঁটছি ।। যে হাঁটার
নেই
কোনো গন্তব্য ।। যে হাঁটা চলবে
আজ
সারারাত পর্যন্ত ।।।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন