আমি দাঁড়িয়ে আছি ঢাকা গাবতলী বাস স্টান্ড । একটু
আগে বাস আসলো, আমি বাসে উঠেই তিন নাম্বার
সিটের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নাই।
দুইটা সিটই খালি, সাথে সাথে আমি গিয়ে তিন নাম্বার
সিটের জানালার পাশের বসে পরলাম । কিছু সময়ের
মধ্যেই বাসের সবাই উঠে গেল, আমার সিটে আমি
একাই, আমার পাশে কেউই নাই বসার জন্য, আমার
জন্য খুব ভালোই হয়েছে, আমার একা থাকতে খুব
ভাল। কিছু সময়ের মধ্যেই বাস ছেড়ে দিল তার
গন্তব্যে রংপুরের উদ্দেশ্যে । আমি জানালাটা
খুলে বাহিরের দিকে তাকিয়ে আছি।
.
বাহিরে তাকিয়ে দেখছি কত মানুষকে ছাড়িয়ে
আমাদের বাস চলছে, রাস্তার পাশে নানা রকমের
মানুষ, যে যার কাজে ব্যস্ত। বাহিরে তাকিয়ে থাকতে
থাকতে মনে পরে গেল এক বছর আগের কথা
সেই দিনটা ছিল ১৪.০২.২০১৫ ইং। এই দিনেই আমার
"বর্ষা কন্যা" নমের একটা আইডির সাথে চ্যাটিং
হয়েছিল প্রথম। আমিই প্রথমে ম্যাসেজ দিয়েছিলাম
যেমন ---
.
---কেমন আছেন?
---ঠান্ডা।
---ওওও, কোথায় থাকেন?
---বাসায়।
---কি ব্যাপার আমিই শুধু আপনাকে জিজ্ঞেস করবো,
আপনি করবেন না?
---না, আপনাকে কিছু জিজ্ঞেস করার ইচ্ছা আমার নাই।
---হুম ভাল, নাম কি আপনার?
---তাসমীম।
---খুবই খারাপ নাম আপনার?
---খুব ভাল,
(আমি মনে মনে বললাম আমার সাথে কথা বলবেন না
ব্যবস্থা করছি একটু পর)
---আচ্ছা! আপনার মনে খুব কষ্ট তাই আপনি এমন
করছেন তাই না?
---আপনি জানেন কিভাবে?
---আপনার কথা শুনে বুঝলাম, আচ্ছা বলেন তো
আপনার মনে এত কিসের কষ্ট?
.
তারপর শুরু হল তার কথা বলা, কিসের জন্য এত কষ্ট?
কি কারণে, কেন এখনো কষ্ট পাচ্ছে? সব
আমাকে বলল। কথা গুলো শুনে আমারো কিছুটা
কষ্ট হয়েছিল, তার সব কষ্টের মূল একটি ছেলে।
মানুষ কতটা খারাপ হতে পারে তাও বুঝলাম আবার নতুন
করে তার কাছ থেকে। তারপর থেকে কথা বলা শুরু
প্রতিদিন ফেইসবুকে আসলেই তার ম্যাসেজ
আগে পেতাম। যেই মেয়ে কোন প্রকার প্রশ্ন
করতো না, সেই তার এখন প্রশ্নের শেষ
কোথায় সে নিজেও জানে না।
.
সে এখন কথার ঝুরি নিয়ে বসছে আমার সাথে কথা
বলার জন্য । এভাবে কথা বলতে বলতে ৬ মাস পার
হয়ে গেল। এখন সে ফেইসবুকে ঢুকলে
আমাকে ছাড়া কিছুই বোঝেনা। আমারো ভাল
লাগতো তার সাথে কথা বলতে। আমি আসতে
আসতে তার প্রতি কিছুটা দূর্বল ছিলাম কিন্তু বুঝতে
দিতাম না। কারণ,সে যদি বুঝতে পারে আমি তার প্রতি
দূর্বল, তাহলে হয়তো আমার সাথে কথাই বলবে না।
তাই আমি তাকে বুঝতে দিতাম না। একদিন কথা বলে
বুঝলাম সে আমার প্রতি প্রায় অনেকটা দূর্বল।
.
তাই একদিন তাকে আমার মনে তার জন্য জমানো যত
কথা ছিল, তার জন্য সাঁজানো যত কথা ছিল, সব কথা
গুলো এক এক করে সব বলেই দিলাম আমি, আমি
আপনাকে পছন্দ করি অনেক আগে থেকে,
কিন্তু বলতে পারিনি। আপনার জীবনে দুঃখের কারণ
একটা ছেলে, তাই হয়তো আর একটা ছেলেকে
আপনার বিশ্বাস না হওয়াটাই সাভাবিক,কিন্তু সবাই এক না।
আজ থেকে আপনাকে সুখ না দিতে পারি, তবে দুঃখ
দিব না, আপনাকে হাজার বার "আই লাভ ইউ, আই লাভ ইউ
নাও বলতে পারি, তবে একটা বার মনের গভীরে
থেকে অনেক ভালবাসা জমা হয়ে আসা হাজারো
ভালবাসার সমান একটি বার মন খুলে বলবো আমি
আপনাকে অনেক ভালবাসি। আপনি কি ভালবাসবেন এই
আমাকে?
.
সেও রাজি হয়ে গেল, রাজি না হয়ে তো উপায়
নেই কারণ সেও তো আমার প্রতি দূর্বল। তবে
আমাকে কিছু শর্ত দিয়েছিল, আমি যেন ঐ
ছেলেদের মত না হই যারা তার ভালবাসার মানুষের
সাথে খারাপ ব্যবহার করে, বকাবকি যেন না করি, তার
কথা যেন কিছুটা হলেও শুনি। আমি তো এক পায় রাজি,
যদি অন্য পা না থাকে তাও রাজি, কারণ আমিও চাই কারো
সাথে আমার জীবনের কিছু কষ্ট, কিছু সুখের কথা
শেয়ার করতে। কারো ভালবাসার মধ্যে থাকতে,
কারো রাগ মাখা চেহারার বকা খেতে, ঝারি খেতে,
না খেলে রাগ করবে, আবার বকা দিবে। আমি তো
সব শর্তে রাজি।
.
এভাবে হয়ে গেল আমাদের ভালবাসা। এরপর
থেকে আমার দিন গুলো খুব খারাপ যাচ্ছে ওর জারি
খেতে খেতে। সকালে উঠতে লেট হলে
ঝারি, লেট করে খাওয়ার জন্য ঝারি, বেশি সময়
ফেইসবুকে থাকলে ঝারি, বেশি রাত জাগলেই ঝারি,
আর অন্য মেয়েদের দিকে তাকানোর কথা কি
বলবো। অন্য মেয়েদের দিকে এমনিতেই আমি
খুব কম তাকাই। এখন তাসমীম আমার জীবনের
আশার পর থেকে মেয়েদের দিকে তাকানোর
আগেই ওর ঝারি কথা চোখে ভাসে। এই বুঝি
আমাকে মাইর দেওয়া শুরু করলো, তাই ভুলেও অন্য
মেয়েদের দিকে তাকাই না যদি আবার ঝারি দেয়?
.
এসব ভাবতে ভাবতে কিভাবে যে অনেক সময় পার
হয়ে গেল নিজেও বুঝতে পারিনি। পেরায় ৬ ঘন্টা
পর, দুপুর ০২: ১১ মিনিটে বাস থেকে নামলাম রংপুর
বাস স্টান্ড । বাস থেকে নেমে দীর্ঘ একটা
নিশ্বাঃস ছেড়ে দিলাম। এরপর একটু সামনে যেতেই
কোথা থেকে বাতাস এসে আমাকে একদম ঠান্ডা
করে দিল। সামনে গিয়ে তাসমীমকে কল দিলাম।
আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমি মিনিট
দুই অপেক্ষা করার পর সামনের দিকে তাকিয়ে আছি,
তিন মিনিটের মধ্যেই দেখলাম তিনজন মেয়ে
হেঁটে আসছে। তবে একজন হিজাব পরা আর অন্য
দুইজন সাধারণ পোশাক পরা।
.
হিজাব পরা মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে।
আর অন্য দুই মেয়ে আমাকে দেখে আসচ্ছে।
সাথে সাথে আমার শরীরের পোশাকের দিকে
তাকালাম, আমার শরীরের খুজঁতেছি কোথাও আবার
কাকে পায়খানা করলো নাকি যে মেয়ে দুইটা
এইভাবে আসচ্ছে। না কোথাও পায়খানার তেমন
কিছুই পেলাম না, তার মানে কি এরা তিনজন আমার
কাছেই এসেছে।
.
আমি আবার হিজাব পরা মেয়েটার দিকে তাকালাম,
তাকিয়ে বুঝতে পারলাম এরা আমাকে নিতেই
এসেছে। হিজাব পরার জন্য শুধু তার চোখ দু'টোই
দেখা যাচ্ছে। তার চোখের দিকে তাকিয়ে রইলাম
কি মায়া সেই চোখে, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা
করে, চোখ ফেরানো দায়। আমি আবার তার
ভালবাসায় হারিয়ে গেলাম। এর মধ্যেই তিনজন আমার
সামনে এসেই বলছে :
---কোন সমস্যা হয়নি তো আসতে?
---না না কোন সমস্যা হয়নি, আপনারা সবাই কেমন
আছেন?
---হুম ভাল আছি, আচ্ছা চলুন কোথাও বসি?
---না বসবো না।
---কেন বসবেন না, এত পথ জার্নি করে
এসেছেন এখন কোথাও বসে কিছু খেয়ে
নেন?
---না বসবো না, এই ছয় ঘন্টা বাসে ভিতর বসেই ছিলাম
এখন আপনাদের সাথে ঘুরবো চলুন?
---ওকে, আপনি যা ভাল মনে করেন?
---হুম চলেন তাহলে?
.
ওদের মধ্যে একজন বলল এই যে হিজাব পরা এই
হল আপনার তাসমীম। যান মহারানী আপনার মহারাজার
সাথে কথা বলেন?এই কথা বলেই তারা দুই জন হিহিহি
করে হেসে দিল। তাসমীমের চোখ-মুখ লজ্জায়
লাল হয়ে গেছে হয়তো। এরপর আমি আর
তাসমীম একটু সামনে একটা বেঞ্চে বসে আমি
জিজ্ঞেস করলাম ::
---কেমন আছো?
---ভাল, আপনি?
---ভাল, তোমার পরিবারের সবাই কেমন আছেন?
---ভাল, আচ্ছা আপনি বাসে উঠার পর কিছু
খেয়েছিলেন?
---না কিছুই খাইনি।
---ভাল করেছেন?
এটা বলেই তাসমীম ওর ব্যাগে হাত ডুকালো, হাত
ডুকানোর সময় খালি হাত ডুকিয়েছিল কিন্তু বের করার
সময় ওর হাতে একটা বক্স দেখতে পেলাম। বক্সটা
নামিয়ে আমার কাছে দিল। আমি খুলে দেখি বক্সে
লুডুস, তাসমীম আমাকে বলল তোমার জন্য বানিয়ে
এনেছি খেয়ে নেও। আমি চামিস হাতে নিয়ে
বললাম আগে তুমি খাবে তারপর আমি। ও না বলল, তখন
আমিও বললাম ঠিক আছে আমিও খাবো না? তখন সে
রাজি হল খাওয়ার জন্য।
.
এরপর ওর হিজাব থেকে মুখের কাপড়টা খুলল আমি
তো ওর চেহারা দেখে আবার হারিয়ে গেলাম? কি
সুন্দর চেহারা একদম পরিই হবে দুই কানে দুইটা
ছোটো ছোটো দুল, চোখের ভুরুতে
কাজল, ঠোটে হালকা গোলাপি লিপিস্টিক, অসাধারণ
দেখাইছে তাকে, আমি আবার তার ভালবাসার প্রেম
পরে গেলাম।
---এই কি হল এভাবে তাকিয়ে আছো কেন? কি
দেখছো এইভাবে?
---না না কিছুই না। আসলে তোমাকে দেখে আমি
আবার তোমার প্রেমে পরে গেলাম?
---
কিছু বলল না লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলছে!
---যা দুষ্ট! আচ্ছা এখন খেয়ে নেও?
---তুমি খাবে না?
---না।
---আচ্ছা হা কর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি? এরপর
ও হা করলো আমি ওকে খাইয়ে দিলাম তারপর আমিও
খেলাম। খাওয়া শেষে আমরা ঘুরতে যাওয়ার জন্য
এরপর আমরা সবাই গেলাম এক বিরাট বাড়ির সামনে
সেখানে
.
সেই বাড়িটার নাম "তাজহাট জমিদার বাড়ি"। সেখানে
আমরা অনেক সময় ঘুরে কাটালাম। তারপর আমরা ঝাল
মুরি খেলাম। এরপর আমি আর তাসমীমা একটা
বেঞ্চে বসে কথা বলছিলাম তখন তাসমীমা
জিজ্ঞেস করলো আচ্ছা কাল ১৪ ই ফ্রেব্রুয়ারি
"বিশ্ব ভালবাসা দিবস " গেল কাল না এসে তুমি আজ
আসলে কেন?
.
আমার জন্য তোমাকে ভালবাসার কোন দিবস নাই,
আমার জন্য সব দিনেই তোমাকে ভালবাসার দিবস,
আর আমার কাছে প্রতিদিনেই তোমাকে ভালবাসার
দিন?
.
এই কথা শুনে তাসমীমা কান্না করে দিল। আমি ওকে
আমার বুকের মাঝে নিয়ে ওর কপালে একটা পাপ্পি
এঁকে দিলাম। তাসমীমা আরো কান্না করছে আর
বলছে তুমি আমাকে এত ভালবাস রাকিব,, ( ছেলেটির
নাম)
.
হ্যাঁ আমি তোমাকে অনেক অনেক অনেক
ভালবাসি সোনা।
.
এরপর আমাকে বিদায় দিতে সবাই বাস স্টান্ড
আসলো। আমি সবাইকে বায় বলে তাসমীমকে
বললাম তোমাকে অনেক ভালবাসি, তোমাকে
ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই কথা শুনেই
তাসমীম কান্না কন্ঠে বলছে আমি তোমাকে
ছাড়তে পারবো না রাকিব? কথা গুলো বলতেই কান্না
শুরু করে দিল। বাস চলে এসেছে, আমি বাসে
উঠে বসলাম কিন্তু আমার মনটা এখনো ওর কাছে
পরে আছে, সিটে বসে বায় বলতেই বাস ছেড়ে
দিল। হয়তো যত সময় বাস দেখতে পারবে তত
সময় সেখানেই দাড়িয়ে কান্না করতে থাকবে এই
কথা ভাবতেই আমার চোখের কোণে এক
ফোঁটা জল এসে গেল,,,,,,
আগে বাস আসলো, আমি বাসে উঠেই তিন নাম্বার
সিটের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নাই।
দুইটা সিটই খালি, সাথে সাথে আমি গিয়ে তিন নাম্বার
সিটের জানালার পাশের বসে পরলাম । কিছু সময়ের
মধ্যেই বাসের সবাই উঠে গেল, আমার সিটে আমি
একাই, আমার পাশে কেউই নাই বসার জন্য, আমার
জন্য খুব ভালোই হয়েছে, আমার একা থাকতে খুব
ভাল। কিছু সময়ের মধ্যেই বাস ছেড়ে দিল তার
গন্তব্যে রংপুরের উদ্দেশ্যে । আমি জানালাটা
খুলে বাহিরের দিকে তাকিয়ে আছি।
.
বাহিরে তাকিয়ে দেখছি কত মানুষকে ছাড়িয়ে
আমাদের বাস চলছে, রাস্তার পাশে নানা রকমের
মানুষ, যে যার কাজে ব্যস্ত। বাহিরে তাকিয়ে থাকতে
থাকতে মনে পরে গেল এক বছর আগের কথা
সেই দিনটা ছিল ১৪.০২.২০১৫ ইং। এই দিনেই আমার
"বর্ষা কন্যা" নমের একটা আইডির সাথে চ্যাটিং
হয়েছিল প্রথম। আমিই প্রথমে ম্যাসেজ দিয়েছিলাম
যেমন ---
.
---কেমন আছেন?
---ঠান্ডা।
---ওওও, কোথায় থাকেন?
---বাসায়।
---কি ব্যাপার আমিই শুধু আপনাকে জিজ্ঞেস করবো,
আপনি করবেন না?
---না, আপনাকে কিছু জিজ্ঞেস করার ইচ্ছা আমার নাই।
---হুম ভাল, নাম কি আপনার?
---তাসমীম।
---খুবই খারাপ নাম আপনার?
---খুব ভাল,
(আমি মনে মনে বললাম আমার সাথে কথা বলবেন না
ব্যবস্থা করছি একটু পর)
---আচ্ছা! আপনার মনে খুব কষ্ট তাই আপনি এমন
করছেন তাই না?
---আপনি জানেন কিভাবে?
---আপনার কথা শুনে বুঝলাম, আচ্ছা বলেন তো
আপনার মনে এত কিসের কষ্ট?
.
তারপর শুরু হল তার কথা বলা, কিসের জন্য এত কষ্ট?
কি কারণে, কেন এখনো কষ্ট পাচ্ছে? সব
আমাকে বলল। কথা গুলো শুনে আমারো কিছুটা
কষ্ট হয়েছিল, তার সব কষ্টের মূল একটি ছেলে।
মানুষ কতটা খারাপ হতে পারে তাও বুঝলাম আবার নতুন
করে তার কাছ থেকে। তারপর থেকে কথা বলা শুরু
প্রতিদিন ফেইসবুকে আসলেই তার ম্যাসেজ
আগে পেতাম। যেই মেয়ে কোন প্রকার প্রশ্ন
করতো না, সেই তার এখন প্রশ্নের শেষ
কোথায় সে নিজেও জানে না।
.
সে এখন কথার ঝুরি নিয়ে বসছে আমার সাথে কথা
বলার জন্য । এভাবে কথা বলতে বলতে ৬ মাস পার
হয়ে গেল। এখন সে ফেইসবুকে ঢুকলে
আমাকে ছাড়া কিছুই বোঝেনা। আমারো ভাল
লাগতো তার সাথে কথা বলতে। আমি আসতে
আসতে তার প্রতি কিছুটা দূর্বল ছিলাম কিন্তু বুঝতে
দিতাম না। কারণ,সে যদি বুঝতে পারে আমি তার প্রতি
দূর্বল, তাহলে হয়তো আমার সাথে কথাই বলবে না।
তাই আমি তাকে বুঝতে দিতাম না। একদিন কথা বলে
বুঝলাম সে আমার প্রতি প্রায় অনেকটা দূর্বল।
.
তাই একদিন তাকে আমার মনে তার জন্য জমানো যত
কথা ছিল, তার জন্য সাঁজানো যত কথা ছিল, সব কথা
গুলো এক এক করে সব বলেই দিলাম আমি, আমি
আপনাকে পছন্দ করি অনেক আগে থেকে,
কিন্তু বলতে পারিনি। আপনার জীবনে দুঃখের কারণ
একটা ছেলে, তাই হয়তো আর একটা ছেলেকে
আপনার বিশ্বাস না হওয়াটাই সাভাবিক,কিন্তু সবাই এক না।
আজ থেকে আপনাকে সুখ না দিতে পারি, তবে দুঃখ
দিব না, আপনাকে হাজার বার "আই লাভ ইউ, আই লাভ ইউ
নাও বলতে পারি, তবে একটা বার মনের গভীরে
থেকে অনেক ভালবাসা জমা হয়ে আসা হাজারো
ভালবাসার সমান একটি বার মন খুলে বলবো আমি
আপনাকে অনেক ভালবাসি। আপনি কি ভালবাসবেন এই
আমাকে?
.
সেও রাজি হয়ে গেল, রাজি না হয়ে তো উপায়
নেই কারণ সেও তো আমার প্রতি দূর্বল। তবে
আমাকে কিছু শর্ত দিয়েছিল, আমি যেন ঐ
ছেলেদের মত না হই যারা তার ভালবাসার মানুষের
সাথে খারাপ ব্যবহার করে, বকাবকি যেন না করি, তার
কথা যেন কিছুটা হলেও শুনি। আমি তো এক পায় রাজি,
যদি অন্য পা না থাকে তাও রাজি, কারণ আমিও চাই কারো
সাথে আমার জীবনের কিছু কষ্ট, কিছু সুখের কথা
শেয়ার করতে। কারো ভালবাসার মধ্যে থাকতে,
কারো রাগ মাখা চেহারার বকা খেতে, ঝারি খেতে,
না খেলে রাগ করবে, আবার বকা দিবে। আমি তো
সব শর্তে রাজি।
.
এভাবে হয়ে গেল আমাদের ভালবাসা। এরপর
থেকে আমার দিন গুলো খুব খারাপ যাচ্ছে ওর জারি
খেতে খেতে। সকালে উঠতে লেট হলে
ঝারি, লেট করে খাওয়ার জন্য ঝারি, বেশি সময়
ফেইসবুকে থাকলে ঝারি, বেশি রাত জাগলেই ঝারি,
আর অন্য মেয়েদের দিকে তাকানোর কথা কি
বলবো। অন্য মেয়েদের দিকে এমনিতেই আমি
খুব কম তাকাই। এখন তাসমীম আমার জীবনের
আশার পর থেকে মেয়েদের দিকে তাকানোর
আগেই ওর ঝারি কথা চোখে ভাসে। এই বুঝি
আমাকে মাইর দেওয়া শুরু করলো, তাই ভুলেও অন্য
মেয়েদের দিকে তাকাই না যদি আবার ঝারি দেয়?
.
এসব ভাবতে ভাবতে কিভাবে যে অনেক সময় পার
হয়ে গেল নিজেও বুঝতে পারিনি। পেরায় ৬ ঘন্টা
পর, দুপুর ০২: ১১ মিনিটে বাস থেকে নামলাম রংপুর
বাস স্টান্ড । বাস থেকে নেমে দীর্ঘ একটা
নিশ্বাঃস ছেড়ে দিলাম। এরপর একটু সামনে যেতেই
কোথা থেকে বাতাস এসে আমাকে একদম ঠান্ডা
করে দিল। সামনে গিয়ে তাসমীমকে কল দিলাম।
আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমি মিনিট
দুই অপেক্ষা করার পর সামনের দিকে তাকিয়ে আছি,
তিন মিনিটের মধ্যেই দেখলাম তিনজন মেয়ে
হেঁটে আসছে। তবে একজন হিজাব পরা আর অন্য
দুইজন সাধারণ পোশাক পরা।
.
হিজাব পরা মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে।
আর অন্য দুই মেয়ে আমাকে দেখে আসচ্ছে।
সাথে সাথে আমার শরীরের পোশাকের দিকে
তাকালাম, আমার শরীরের খুজঁতেছি কোথাও আবার
কাকে পায়খানা করলো নাকি যে মেয়ে দুইটা
এইভাবে আসচ্ছে। না কোথাও পায়খানার তেমন
কিছুই পেলাম না, তার মানে কি এরা তিনজন আমার
কাছেই এসেছে।
.
আমি আবার হিজাব পরা মেয়েটার দিকে তাকালাম,
তাকিয়ে বুঝতে পারলাম এরা আমাকে নিতেই
এসেছে। হিজাব পরার জন্য শুধু তার চোখ দু'টোই
দেখা যাচ্ছে। তার চোখের দিকে তাকিয়ে রইলাম
কি মায়া সেই চোখে, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা
করে, চোখ ফেরানো দায়। আমি আবার তার
ভালবাসায় হারিয়ে গেলাম। এর মধ্যেই তিনজন আমার
সামনে এসেই বলছে :
---কোন সমস্যা হয়নি তো আসতে?
---না না কোন সমস্যা হয়নি, আপনারা সবাই কেমন
আছেন?
---হুম ভাল আছি, আচ্ছা চলুন কোথাও বসি?
---না বসবো না।
---কেন বসবেন না, এত পথ জার্নি করে
এসেছেন এখন কোথাও বসে কিছু খেয়ে
নেন?
---না বসবো না, এই ছয় ঘন্টা বাসে ভিতর বসেই ছিলাম
এখন আপনাদের সাথে ঘুরবো চলুন?
---ওকে, আপনি যা ভাল মনে করেন?
---হুম চলেন তাহলে?
.
ওদের মধ্যে একজন বলল এই যে হিজাব পরা এই
হল আপনার তাসমীম। যান মহারানী আপনার মহারাজার
সাথে কথা বলেন?এই কথা বলেই তারা দুই জন হিহিহি
করে হেসে দিল। তাসমীমের চোখ-মুখ লজ্জায়
লাল হয়ে গেছে হয়তো। এরপর আমি আর
তাসমীম একটু সামনে একটা বেঞ্চে বসে আমি
জিজ্ঞেস করলাম ::
---কেমন আছো?
---ভাল, আপনি?
---ভাল, তোমার পরিবারের সবাই কেমন আছেন?
---ভাল, আচ্ছা আপনি বাসে উঠার পর কিছু
খেয়েছিলেন?
---না কিছুই খাইনি।
---ভাল করেছেন?
এটা বলেই তাসমীম ওর ব্যাগে হাত ডুকালো, হাত
ডুকানোর সময় খালি হাত ডুকিয়েছিল কিন্তু বের করার
সময় ওর হাতে একটা বক্স দেখতে পেলাম। বক্সটা
নামিয়ে আমার কাছে দিল। আমি খুলে দেখি বক্সে
লুডুস, তাসমীম আমাকে বলল তোমার জন্য বানিয়ে
এনেছি খেয়ে নেও। আমি চামিস হাতে নিয়ে
বললাম আগে তুমি খাবে তারপর আমি। ও না বলল, তখন
আমিও বললাম ঠিক আছে আমিও খাবো না? তখন সে
রাজি হল খাওয়ার জন্য।
.
এরপর ওর হিজাব থেকে মুখের কাপড়টা খুলল আমি
তো ওর চেহারা দেখে আবার হারিয়ে গেলাম? কি
সুন্দর চেহারা একদম পরিই হবে দুই কানে দুইটা
ছোটো ছোটো দুল, চোখের ভুরুতে
কাজল, ঠোটে হালকা গোলাপি লিপিস্টিক, অসাধারণ
দেখাইছে তাকে, আমি আবার তার ভালবাসার প্রেম
পরে গেলাম।
---এই কি হল এভাবে তাকিয়ে আছো কেন? কি
দেখছো এইভাবে?
---না না কিছুই না। আসলে তোমাকে দেখে আমি
আবার তোমার প্রেমে পরে গেলাম?
---
কিছু বলল না লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলছে!
---যা দুষ্ট! আচ্ছা এখন খেয়ে নেও?
---তুমি খাবে না?
---না।
---আচ্ছা হা কর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি? এরপর
ও হা করলো আমি ওকে খাইয়ে দিলাম তারপর আমিও
খেলাম। খাওয়া শেষে আমরা ঘুরতে যাওয়ার জন্য
এরপর আমরা সবাই গেলাম এক বিরাট বাড়ির সামনে
সেখানে
.
সেই বাড়িটার নাম "তাজহাট জমিদার বাড়ি"। সেখানে
আমরা অনেক সময় ঘুরে কাটালাম। তারপর আমরা ঝাল
মুরি খেলাম। এরপর আমি আর তাসমীমা একটা
বেঞ্চে বসে কথা বলছিলাম তখন তাসমীমা
জিজ্ঞেস করলো আচ্ছা কাল ১৪ ই ফ্রেব্রুয়ারি
"বিশ্ব ভালবাসা দিবস " গেল কাল না এসে তুমি আজ
আসলে কেন?
.
আমার জন্য তোমাকে ভালবাসার কোন দিবস নাই,
আমার জন্য সব দিনেই তোমাকে ভালবাসার দিবস,
আর আমার কাছে প্রতিদিনেই তোমাকে ভালবাসার
দিন?
.
এই কথা শুনে তাসমীমা কান্না করে দিল। আমি ওকে
আমার বুকের মাঝে নিয়ে ওর কপালে একটা পাপ্পি
এঁকে দিলাম। তাসমীমা আরো কান্না করছে আর
বলছে তুমি আমাকে এত ভালবাস রাকিব,, ( ছেলেটির
নাম)
.
হ্যাঁ আমি তোমাকে অনেক অনেক অনেক
ভালবাসি সোনা।
.
এরপর আমাকে বিদায় দিতে সবাই বাস স্টান্ড
আসলো। আমি সবাইকে বায় বলে তাসমীমকে
বললাম তোমাকে অনেক ভালবাসি, তোমাকে
ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই কথা শুনেই
তাসমীম কান্না কন্ঠে বলছে আমি তোমাকে
ছাড়তে পারবো না রাকিব? কথা গুলো বলতেই কান্না
শুরু করে দিল। বাস চলে এসেছে, আমি বাসে
উঠে বসলাম কিন্তু আমার মনটা এখনো ওর কাছে
পরে আছে, সিটে বসে বায় বলতেই বাস ছেড়ে
দিল। হয়তো যত সময় বাস দেখতে পারবে তত
সময় সেখানেই দাড়িয়ে কান্না করতে থাকবে এই
কথা ভাবতেই আমার চোখের কোণে এক
ফোঁটা জল এসে গেল,,,,,,